কেমন যাবে ২০১৬ আপনার? জানুন চিনা ক্যালেন্ডার অনুযায়ী

আপনি কি ভবিষ্যত বিচার মানেন? যদি আপনি মানেন তাহলে চিনা ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আপনি ঠিক কতটা সৌভাগ্যবান দেখে নিন। হতে পারে ২০১৬ টা আপনার কাছে খুবই সৌভাগ্যের। এ বছর আপনার রোজগার অনেক বেড়ে যেতে পারে।

Updated By: Feb 8, 2016, 12:48 PM IST
কেমন যাবে ২০১৬ আপনার? জানুন চিনা ক্যালেন্ডার অনুযায়ী

ওয়েব ডেস্ক: আপনি কি ভবিষ্যত বিচার মানেন? যদি আপনি মানেন তাহলে চিনা ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আপনি ঠিক কতটা সৌভাগ্যবান দেখে নিন। হতে পারে ২০১৬ টা আপনার কাছে খুবই সৌভাগ্যের। এ বছর আপনার রোজগার অনেক বেড়ে যেতে পারে।

ইঁদুর - যে মানুষরা জন্মছে ১৯২৪, ১৯৩৬, ১৯৪৮, ১৯৬০, ১৯৭২, ১৯৮৪, ১৯৯৬ এবং ২০০৮ এ।

নিজের ভালোবাসার মানুষের দিকে নজর দিন। শরীরের যত্ন নিন। আপনার রোজগার বাড়বে।

বাঁদর - যে মানুষরা জন্মেছে ১৯৩২, ১৯৪৪, ১৯৫৬, ১৯৬৮, ১৯৮০, ১৯৯২ এবং ২০০৪-এ।

চাপমুক্ত থাকুন এ বছরে। সবসময় প্ল্যান বি তৈরি রাখুন।

ভেড়া - যে মানুষদের জন্ম সাল ১৯৩১, ১৯৪৩, ১৯৫৫, ১৯৬৭, ১৯৭৯, ১৯৯১, ২০০৩ এবং ২০১৫ তে।

এ বছর রোজরার বেড়ে যাবে অনেকটা। শরীরের যত্ন নিন।

সাপ - যাদের জন্ম ১৯৪১, ১৯৫৩, ১৯৬৫, ১৯৭৭, ১৯৮৯, ২০০১ এবং ২০১৩ তে।

এ বছর আপনার কেরিয়ারের উন্নতি হবে। ফেব্রুয়ারি আর আগস্ট মাসটা আপনার জন্য ভালো নয়। শরীর ভালো থাকবে সারা বছর।

ড্রাগন - যাদের জন্ম ১৯২৮, ১৯৪০, ১৯৬৪, ১৯৭৬, ১৯৮৮, ২০০০, ২০১২ তে।

গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুনখ বিনিয়োগ না করাই ভালো। আপনাকে লোকে এ বছর ভুল বুঝতে পারে।

খরগোশ - যাদের জন্ম ১৯২৭, ১৯৩৯, ১৯৫১, ১৯৬৩, ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৯, ২০১১ তে।

এ বছর প্রোমোশন হবে না। বিয়ে হতে পারে।

ষাঁড় - যারা জন্মছেন ১৯২৫, ১৯৩৭, ১৯৪৯, ১৯৬১, ১৯৭৩, ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০৯ -এ।

নিজের কাজের জায়গা বদলে ফেলুন। বিয়ের জন্য ভালো বছর। শরীরের যত্ন নিন।

কুকুর - যাদের জন্ম ১৯৩৪, ১৯৪৬, ১৯৫৮, ১৯৭০, ১৯৮২, ১৯৯৪ এবং ২০০৬ -এ।

অর্থ খরচ হবে বেশি। ওজন কমবে। আর নিজের মেজাজ হারাবেন। তাই সতর্ক থাকুন।

 

 

.