আই ফোনের নয়া অবতারের মত স্যামসং গ্যালাক্সি এস ফাইভকে দেখা যাবে ধাতব ও প্লাস্টিক অবতারে

দ্রুত চার্জ হয়ে যাওয়া শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসতে চলেছে স্যামসঙের গ্যালাক্সি সিরিজের নয়া অবতার S5। অ্যাপেলের আই ফোনের নয়া সংস্করণের মত S5-ও ধাতব ও প্লাস্টিক বডির হতে পারে।

Updated By: Jan 16, 2014, 06:09 PM IST

দ্রুত চার্জ হয়ে যাওয়া শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসতে চলেছে স্যামসঙের গ্যালাক্সি সিরিজের নয়া অবতার S5। অ্যাপেলের আই ফোনের নয়া সংস্করণের মত S5-ও ধাতব ও প্লাস্টিক বডির হতে পারে।

গ্যালাক্সি এস ফাইভ-এর ব্যাটারি ঘণ্টার মধ্যেই চার্জ হয়ে যাবে। শুধু তাই নয় গ্যালাক্সি ফোর-এর ব্যাটারির তুলনায় ২০% বেশী শক্তিশালী।

সূত্রে খবর, চলতি বছরের মার্চ-এপ্রিল নাগাদই বাজারে চলে আসবে এই নয়া স্মার্টফোনটি। অনুমান করা হচ্ছে এস ফাইভে এএমওএলিডি ডিসপ্লে থাকবে।

এস ফাইভের কিছু ফিচাররস

ব্যাটারি-২৯০০ mAh
স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর
2K ডিসপ্লে
ক্যামেরা ১৬ মেগাপিক্সেল

এস ফাইভে থাবে আইরিশ স্ক্যানিং পদ্ধতিও।

.