ঘুরতে ভালোবাসেন? আপনার জন্য IRCTC নিয়ে এল অভিনব ট্যুর প্যাকেজ

  সিমলা-কুলু-মানালি, দক্ষিণ ভারত কিংবা রাজস্থান। বিভিন্ন পর্যটন সংস্থারই রয়েছে নানা ধরনের ট্যুর প্যাকেজ। যেখানে কীভাবে যাবেন, কী খাবেন, কোথায় ঘুরবেন, কত দিন লাগবে সবই আগে ঠিক একেবারে ঠিক করা। আপনাকে ট্যুর সংস্থার নির্ধারিত প্যাকেজ মূল্যটা দিয়ে দিতে হবে শুধু। তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন দূর দূরান্তে। কিন্তু এমন যদি হয়, গোটা ট্যুরটা আপনারই প্ল্যানে হল, আর ব্যবস্থা করে দিল অন্য কেউ? এরকমই অভিনব ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC। টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, যাবতীয় ব্যবস্থা করবে তারাই।

Updated By: Aug 19, 2016, 12:45 PM IST
ঘুরতে ভালোবাসেন? আপনার জন্য IRCTC নিয়ে এল অভিনব ট্যুর প্যাকেজ

ওয়েব ডেস্ক :  সিমলা-কুলু-মানালি, দক্ষিণ ভারত কিংবা রাজস্থান। বিভিন্ন পর্যটন সংস্থারই রয়েছে নানা ধরনের ট্যুর প্যাকেজ। যেখানে কীভাবে যাবেন, কী খাবেন, কোথায় ঘুরবেন, কত দিন লাগবে সবই আগে ঠিক একেবারে ঠিক করা। আপনাকে ট্যুর সংস্থার নির্ধারিত প্যাকেজ মূল্যটা দিয়ে দিতে হবে শুধু। তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন দূর দূরান্তে। কিন্তু এমন যদি হয়, গোটা ট্যুরটা আপনারই প্ল্যানে হল, আর ব্যবস্থা করে দিল অন্য কেউ? এরকমই অভিনব ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC। টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, যাবতীয় ব্যবস্থা করবে তারাই।

এর জন্য আপনাকে কী করতে হবে?

১) কত দিনের জন্য, কবে কোথায় ঘুরতে যেতে চান, আপনার বাজেট কী, এ সমস্ত তথ্য আপনাকে জানাতে হবে IRCTC-কে।

২) দিন দশেকের মধ্যে IRCTC জানিয়ে দেবে আদৌ আপনার সামর্থ অনুযায়ী ট্যুর প্যাকেজ তৈরি করা সম্ভব কিনা।

৩) IRCTC-র করা প্যাকেজে সম্মত হলেই আপনার অনেকটা কাজ শেষ। এরপর IRCTC-ই আপনার ঘুরতে যাওয়ার খুঁটিনাটি ব্যবস্থা করে দেবে।

৪) এর জন্য যোগাযোগ করতে হবে-

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড

৩, কয়লাঘাটা স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর

কলকাতা-৭০০০০১

ফোন: (০৩৩) ২২৩১ ৩১৩২

মোবাইল: ৯০০২০৪০০১১, ৯০০২০৪০০২০

ই-মেল-toureast@irctc.com

ওয়েবসাইট: www.irctctourism.com

আরও পড়ুন, ছুটি আছে? ছো্ট্টো ট্রিপে ঘুরে আসুন ফ্রেজারগঞ্জ থেকে

.