Metro Brands IPO Allotment: আবেদনের স্ট্যাটাস দেখুন BSE-র ওয়েবসাইটে

ওয়েবসাইটে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখার অপশনটি সিলেক্ট করতে হবে

Updated By: Dec 17, 2021, 01:44 PM IST
Metro Brands IPO Allotment: আবেদনের স্ট্যাটাস দেখুন BSE-র ওয়েবসাইটে

নিজস্ব প্রতিবেদন: মেট্রো ব্র্যান্ডের IPO শেয়ার বরাদ্দের তারিখ জানা গেছে। যে বিনিয়োগকারীরা রাকেশ ঝুনঝুনওয়ালার সাহায্যপ্রাপ্ত IPO-টি সাবস্ক্রাইব করেছেন, তারা শেয়ার বরাদ্দের অবস্থা জানতে আগ্রহী। আইপিওটি ১০ ​​ডিসেম্বর খোলা হয়েছিল এবং ১৪ ডিসেম্বর বন্ধ হয়।

মেট্রো ব্র্যান্ডের IPO শেয়ার বরাদ্দ দেখার যাবে BSE India-র ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখার অপশনটি সিলেক্ট করতে হবে। সেই অপশনে ইস্যুর ধরন, ইস্যুর নাম, অ্যাপ্লিকেশন নম্বর এবং প্যান কার্ডের মত তথ্য দিলে, আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। 

আরও পড়ুন: UIDAI: নবজাতকদের Aadhaar তালিকাভুক্তি হাসপাতালেই, জানুন কীভাবে

মেট্রো ব্র্যান্ডের IPO-র ফেস ভ্যালু ইকুইটি শেয়ার প্রতি ৫ টাকা। IPO- র দাম নির্ধারণ করা হয়েছে ইকুইটি শেয়ার প্রতি ৪৮৫ টাকা থেকে ৫০০ টাকা। কমপক্ষে ৩০ টি শেয়ারের কমে কেনা সম্ভব নয় এটি। এই শেয়ার সোজাসুজি BSE এবং  NSE-র তালিকাভুক্ত হবে। এর ইস্যুর পরিমান ১,৩৬৭.৫১ কোটি। এর মধ্যে নতুন ইস্যু ২৯৫ কোটি। অফার ফর সেল আছে ১,০৭২.৫১ কোটি। 

QIB বিভাগে ৮.৪৯ বার, NII বিভাগে ৩.০২ বার এবং RII বিভাগে ১.১৩ বার এই IPO সাবস্ক্রাইব করা হয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App      

.