চিনাদের এটা জানলে আপনার রীতিমতো ঘেন্না লাগবে

আপনি সারাদিনে কিছু না কিছু জিনিস ব্যবহার করেন যেগুলো চিনে তৈরি। যদি ব্যবহার নাও করেন, সন্ধেবেলায় খান হয়তো কোনও চিনা খাবারই। কিন্তু চিনের খাবার যতই পছন্দ হোক, মোবাইল যতই ব্যবহার করুন। চিনাদের বিষয়ে একটা জিনিস জানলে আপনার বেশ ঘেন্না লাগবে। জানেন কি, চিনে বেশির ভাগ মানুষ জীবনে কখনও ব্রাশ করেননি!

Updated By: Feb 16, 2016, 07:54 PM IST
চিনাদের এটা জানলে আপনার রীতিমতো ঘেন্না লাগবে

ওয়েব ডেস্ক: আপনি সারাদিনে কিছু না কিছু জিনিস ব্যবহার করেন যেগুলো চিনে তৈরি। যদি ব্যবহার নাও করেন, সন্ধেবেলায় খান হয়তো কোনও চিনা খাবারই। কিন্তু চিনের খাবার যতই পছন্দ হোক, মোবাইল যতই ব্যবহার করুন। চিনাদের বিষয়ে একটা জিনিস জানলে আপনার বেশ ঘেন্না লাগবে। জানেন কি, চিনে বেশির ভাগ মানুষ জীবনে কখনও ব্রাশ করেননি!

তা বলে এতটাও ঘেন্না করবেন না। কারণ, ওরা ব্রাশ না করলেও অতটা অপরিষ্কার নয়। কারণ, সে দেশের লোকেরা মাউথ ফ্রেশনার ব্যবহার করে মুখের দুর্গন্ধ তাড়ান। কিন্তু ব্রাশের ব্যবহার করেন না। সে মাউথ ফ্রেশনার যতই ব্যবহার করুক, ব্রাশ দিয়ে দাঁত না মাজলে ও মুখের কাছে যাবেন কীভাবে! ভাবলেই তো আপনার বমি হয়ে যাবে।

.