আপনি ভারতীয় হলে এই ৫ টি জিনিস করেনই
আমরা ভারতীয়রা রোজকার জীবনে যেগুলো করে থাকি, সেগুলো একসঙ্গে দেখতে পেলে নিশ্চয়ই ভাল লাগবে। তাহলে পড়ে জেনে নিন, ভারতীয়রা কোন ৫ টি জিনিস প্রায় করেই থাকে।
ওয়েব ডেস্ক: আমরা ভারতীয়রা রোজকার জীবনে যেগুলো করে থাকি, সেগুলো একসঙ্গে দেখতে পেলে নিশ্চয়ই ভাল লাগবে। তাহলে পড়ে জেনে নিন, ভারতীয়রা কোন ৫ টি জিনিস প্রায় করেই থাকে।
১) আপনি হয়তো রাস্তার পাশের দোকান থেকে বাদাম কিনবেন, ঠিক দোকানির সামনে রাখা বাদামের ঢিপির থেকে একটা কিংবা দুটো বাদাম ফ্রিতে মুখে তুলে স্বাদ বোঝার চেষ্টা করবেন।
২) ভারতীয়রা রেস্টুরেন্টে বা মাঝারি মানে হোটেল খাবার সময়, স্যালাডের দাম দিতে একেবারেই পছন্দ করেন না। স্যালাড জিনিসটাই যেন তৈরি হয়েছে ফ্রিতে খাবার জন্য।
৩) এই মিসড কল ধারনাটাই কিন্তু ভারতীয়দের। আর কোনও দেশের মানুষ একজনকে টুক করে একবার রিং করে বসে থাকে না, কখন তিনি রিং ব্যাক করবেন!
৪) ভারতীয়রা একটা স্মার্ট ফোনের জন্য ৩০ হাজার টাকা খরচ করবে অবলীলায়। কিন্তু উত্সবের দিনে কিছুতেই এক টাকা খরচ করে একটা sms করবে না!
৫) আপনি যদি ভারতীয় হন, তাহলে আপনার পকেটে রুমাল থাকলেও অবশ্যই হোটেলে বা রেস্টুরেন্টে খাবার পর একটা অতিরিক্ত ন্যাপকিন চাইবেনই!
কি উপরের ৫ টি পয়েন্টের সঙ্গে আপনার কোনও মিল পেলেন? পেলে তো আপনি ভারতীয় বটেই। আর যদি না-ও পান, তাহলেও আপনি ভারতীয়।