শুধু করোনা নয়, আরও চার মহামারিতে প্রাণ হারিয়েছেন ভারতের লক্ষ লক্ষ মানুষ!

করোনা ছাড়াও বিগত কয়েক শতকে যে সব ভয়ঙ্কর মহামারীর কোপে পড়েছে ভারত, দেখে নিন সেই তালিকা...

Edited By: সুদীপ দে | Updated By: Jun 18, 2020, 10:05 PM IST
শুধু করোনা নয়, আরও চার মহামারিতে প্রাণ হারিয়েছেন ভারতের লক্ষ লক্ষ মানুষ!

নিজস্ব প্রতিবেদন: বিগত ছ’মাস ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে অসংখ্য সাধারণ মানুষ। করোনা আতঙ্কে বিশ্বের শতাধিক দেশে মাসের পর মাস ধরে ঘরবন্দি হয়ে কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এ পর্যন্ত সারা বিশ্বের সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। ভারতেও এ পর্যন্ত ১২ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। তবে এই প্রথম নয়, এদেশে আগেও থাবা বসিয়েছিল করোনার মতোই বেশ কয়েকটি মহামারী। করোনা ছাড়াও বিগত কয়েক শতকে যে সব মহামারীর কোপে পড়েছে ভারত, দেখে নিন সেই তালিকা...

১) কলেরা: ১৮১৭ সাল থেকে ১৮৮১ সালের মধ্যে মোট পাঁচ বার কলেরার প্রাদুর্ভাব হয়েছিল ভারতে।

২) বম্বে প্লেগ: ১৮৬৫ সালে মহামারীর আকার নিয়েছিল এটি। এতে মৃত্যু হয়েছিল অন্তত কয়েক হাজার মানুষের। আক্রান্ত হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। অনেকেই সে সময় বম্বে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

৩) স্প্যানিস ফ্লু (ইনফ্লুয়েজ্ঞা): ১৯১৮ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত বহু মানুষের প্রাণ কেড়েছে এই মহামারি। একে স্প্যানিস ফ্লু-বলেও অভিহিত করা হয়। ‘স্প্যানিস ফ্লু’-এর হানায় মৃত্যু হয় সারা বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষের। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৫০ কোটি মানুষ। ভারতের মহামারির ইতিহাসে স্প্যানিস ফ্লু-কে সবচেয়ে ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: টয়লেটে ফ্ল্যাশ করার সময় সাবধান, ছড়াতে পারে করোনাভাইরাস! দাবি বিজ্ঞানীদের

৪) স্মল পক্স: ১৯৭৪ সালে বিশ্বজুড়ে এটা মহামারির আকার নিয়েছিল। এই তালিকায় ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা। ১৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন স্মল পক্সে।

.