কেরিয়ার প্রসঙ্গে বিস্ফোরক শিল্পা শেঠ্ঠি! জানেন কী বললেন?

ওয়েব ডেস্ক: সম্প্রতি ডিজাইনার মনীষা জৈসিংয়ের পোশাকে ফ্যাশন উইকে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠ্ঠি । নিজের কেরিয়ার প্রসঙ্গে সেখানেই বললেন অনেক কথা। কেরিয়ার প্রসঙ্গে তেমনই বিস্ফোরক কথা বেরিয়ে এল তাঁর মুখ থেকে।

বলিউড ডিভা শিল্পা শেঠ্ঠি । বলিউডে অনেকগুলো বছর কাটিয়ে দেওয়ার পর বললেন, তিনি তাঁর কেরিয়ারে অনেক ভুল করেছেন। শিল্পা শেঠ্ঠি বললেন, ‘স্টাইল একেবারেই অন্যন্ত ব্যক্তিগত থাকা উচিত্‌। আমি আমার কেরিয়ারে অনেক ভুল করেছি। কিন্তু তোমাকে শিখতে হবে। অভিজ্ঞতা এমন একটা জিনিস যা বাজারে কিনতে পাওয়া যায় না। সেটা সবাইকেই অর্জন করতে হয়। আর আমি ভুল করেছি বলেই তার থেকে অনেক কিছু শিখেছি।’

English Title: 
I have made lot of mistakes in my career: shilpa shetty
News Source: 
Home Title: 

কেরিয়ার প্রসঙ্গে বিস্ফোরক শিল্পা শেঠ্ঠি! জানেন কী বললেন?

কেরিয়ার প্রসঙ্গে বিস্ফোরক শিল্পা শেঠ্ঠি! জানেন কী বললেন?
Yes
Is Blog?: 
No