আপনার রাশি অনুযায়ী জেনে নিন, কী পড়লে আপনি সফল হবেন
আপনি রাশি মানতেও পারেন। নাও মানতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই পৃথিবীর কিছু মানুষ বিশ্বাস করেন রাশি অনুযায়ী বলে দেওয়া যায়, আপনি কোন বিষয়ে পড়াশোনা করলে সাফল্য পাবেন জীবনে। নিচে সেই তালিকাই দেওয়া হল।
ওয়েব ডেস্ক: আপনি রাশি মানতেও পারেন। নাও মানতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই পৃথিবীর কিছু মানুষ বিশ্বাস করেন রাশি অনুযায়ী বলে দেওয়া যায়, আপনি কোন বিষয়ে পড়াশোনা করলে সাফল্য পাবেন জীবনে। নিচে সেই তালিকাই দেওয়া হল।
মেষ - আপনি আর্টস নিয়ে পড়াশোনা করুন। ইংরেজি, বাংলা কিংবা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারেন। সাফল্য আসবে।
বৃষ - অ্যাকাউন্টেন্সি, ইতিহাস নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি হোমিওপ্যাথি চিকি়ত্সা নিয়েও পড়াশোনা করলে সাফল্য আসবে।
মিথুন - নাচ, গান, অভিনয় আপনার ভালো হবে। মার্কেটিংয়ে আপনাকে আটকায় কে!
কর্কট - জীবন বিজ্ঞান এবং রসায়ন আপনার জন্য ভালো বিষয়। তবে, দর্শন নিয়ে পড়াশোনা করলে সবথেকে উন্নতি করবেন।
সিংহ - পলিটিক্যাল সায়েন্স এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো হবে।
কন্যা - কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে আপনার কেরিয়ার ভালো হবে।
তুলা - পশু চিকিত্সা, ওকালতি এবং ফোটোগ্রাফিতে আপনার উন্নতি হবেই।
বৃশ্চিক - ডেয়ারি, ভূ বিদ্যা এবং মেকানিক্যাল ইঞ্জিনায়িরং নিয়ে পড়লে আপনার পড়াশোনা ভালো হবে।
ধনু - অপরাধ বিজ্ঞান এবং কাউন্সেলিং করলে আপনি সবথেকে সাফল্য পাবেন।
মকর - সিভিল ইঞ্জিনিয়ার এবং মহিলাদের প্রসাধনী সামগ্রীর ব্যবসা করতে পারেন।
কুম্ভ - কম্পিউটার গ্রাফিক্স, শেয়ার বাজার, হোটেল ম্যানেজমেন্ট, চা ইন্ডাস্ট্রিতে আপনি সাফল্য পাবেন।
মীন - শরীরবিদ্যা, হসপিটালিটি, ম্যানেজমেন্ট, সংস্কৃত নিয়ে পড়লে আপনার ভালো হবে।