করতে হয়েছিল অ্যাপেনডিসাইটিস অপারেশন, অস্ত্রপচার শেষে হাসপাতাল বিল দিল ৩৪ লক্ষ ১১ হাজার ৮১৭টাকার!

হঠাত্ শুরু পেটে ব্যাথা। ডাক্তারের কাছে গিয়ে জানা গেল অ্যাপেন্ডিক্স বার্স্ট করেছে। তড়িঘড়ি অস্ত্রপচার। এত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু হাসপাতালের বিল হাতে পেতেই চক্ষু চড়কগাছ ২০ বছরের রোগীর। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হাসপাতালের বিল হয়েছে ৫৫ হাজার ২৯.৩১ ডলার। ভারতীয় মূল্যে ৩৪ লক্ষ ১১ হাজার ৮১৭টাকা! ঘটনাটি ঘটেছে কালিফের সাক্রামেন্টোর সাটার জেনেরাল হাসপাতালে। এই বিপুল পরিমান বিলে হতবম্ব হয়ে একটি ওয়েবসাইটে বিলটি প্রকাশ করেছেন রোগী।

Updated By: Jan 2, 2014, 04:22 PM IST

হঠাত্ শুরু পেটে ব্যাথা। ডাক্তারের কাছে গিয়ে জানা গেল অ্যাপেন্ডিক্স বার্স্ট করেছে। তড়িঘড়ি অস্ত্রপচার। এত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু হাসপাতালের বিল হাতে পেতেই চক্ষু চড়কগাছ ২০ বছরের রোগীর। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হাসপাতালের বিল হয়েছে ৫৫ হাজার ২৯.৩১ ডলার। ভারতীয় মূল্যে ৩৪ লক্ষ ১১ হাজার ৮১৭টাকা! ঘটনাটি ঘটেছে কালিফের সাক্রামেন্টোর সাটার জেনেরাল হাসপাতালে। এই বিপুল পরিমান বিলে হতবম্ব হয়ে একটি ওয়েবসাইটে বিলটি প্রকাশ করেছেন রোগী।

রোগী জানান, "অক্টোবর মাসে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন না হলে আমার কোনও ধারনাই থাকত না মার্কিন যুক্তরাষ্ট্রে সামান্য শারীরিক অসুস্থতার কারনেও কত টাকার বিল হতে পারে। আমার বয়স ২০। আমি চাই অন্যরাও জানুক জরুরি অবস্থায় হাসপাতালে চিকিত্সার খরচ কীরকম হতে পারে।" হাসপাতালের বিলে শুধু ২ ঘণ্টা রিকভারি রুমে কাটানোরই খরচ দেখানো হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৬২ টাকা। অস্ত্রপচারের খরচ ১০ লক্ষ ৯ হাজার ১৭৪ টাকা। অবিশ্বাস্য হলেও এই ধরনের বিল নতুন কিছু নয়। গত বছর এপ্রিল মাসে সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গিয়েছে হাসপাতাল অনুযায়ী ৯৪ হাজার ৭৯৮ থেকে ১ কোটি ১৩ লক্ষ ৪৩ হাজার ২১০ টাকা পর্যন্ত হতে পারে অ্যাপেনডিসাইটিস অপারেশনের খরচ।

হাসপাতালের মুখপাত্র ন্যান্সি টার্নার জানান বিল তৈরির পদ্ধতি খুবই জটিল। অনেক সময়ই বিনা খরচে অনেক রোগীর চিকিত্সা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে বিল তৈরির ক্ষেত্রে আরও স্বচ্ছতার প্রয়োজন আছে বলে স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ।

.