ঘোড়ারাও চোখ, কান দিয়ে নিজেদের মধ্যে কথা বলে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা
চোখ ও কানের সাহায্য ঘোড়ারা একে অপরের সঙ্গে কথা বলে। সোমবার প্রকাশিত একটি সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে।
এর আগে জীব জগতে অনুভূতি আদানপ্রদানের গবেষনায় মানুষদের মধ্যে ঘাড় নাড়া, তাকানো, বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির কথা বলা হয়েছিল। ব্রিটেনের সাসেক্স ইউনিভার্সিটির গবেষক জেনিফার ওয়াথন জানালেন, আমরা খেয়াল করেছি ঘোড়াদের কানের ভঙ্গিমা খুবই গুরুত্বপূর্ণ। যা অন্য ঘোড়ারা বুঝতে পারে। বস্তুত, অন্য ঘোড়াদের মধ্যে একে অপরের চোখ ও কানের শরীরি ভাষা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
মার্কিন জার্নাল কারেন্ট বায়লজিতে প্রকাশিত তথ্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই নতুন আবিষ্কার। কারেন্ট বায়লজিতে বলা হয়েছিল যেইসব পশুদের চোখ মাথার দুপাশে থাকে তারা চোখের সাহায্যে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না। ওয়াথান ও গবেষক কারেন ম্যাককোম্ব কিছু ঘোড়ার ছবি তোলেন। সেই ছবিগুলোতে ঘোড়ারা একে অপরের দিকে নয় কিছু খাবার ভর্তি বালতির দিকে তাকিয়ে ছিল। প্রতিটা ছবিতেই শুধুমাত্র একটি বালতির দিকেই তাকিয়ে ছিল প্রতিটা ঘোড়া। অন্যগুলোর দিকে নয়।
ওয়াথান জানান, "ঘোড়াদের মধ্যে কিছু জটিল ও ফ্লুইড সোশ্যাল অরগানাইজেশন দেখা গিয়েছে যা মানুষ, শিম্পাঞ্জি, হাতি ও ডলফিনদের মধ্যে দেখা যায়।"