হোলি স্পেশাল : ত্বক ও চুলের জন্য নিন বিশেষ যত্ন
মাঝে শুধু এক সপ্তাহ। তারপর শুধুই রঙিন হওয়ার পালা। রঙিন হওয়ার খেলা। কে কত রঙ মাখতে পারে। কে কত রঙ মাখাতে পারে। বাঙালিদের কাছে দোল আর অবাঙালিদের কাছে হোলি। ভাঙ, গান আর রঙ মেখে মেতে ওঠার অপেক্ষায় সব্বাই। রঙ খেলার জন্য ভেষজ রঙ সবসময়ই ত্বকের জন্য ভালো। কিন্তু বেশিরভাগ সময়ই রঙের মধ্যে মেশানো হয় রাসায়নিক, যা আপনার ত্বক ও চুলের জন্য খুবই ক্ষতিকারক। তাই রঙ খেলার আনন্দে মেতে ওঠার আগে, ত্বক ও চুলের জন্য নিন বিশেষ যত্ন-
ওয়েব ডেস্ক : মাঝে শুধু এক সপ্তাহ। তারপর শুধুই রঙিন হওয়ার পালা। রঙিন হওয়ার খেলা। কে কত রঙ মাখতে পারে। কে কত রঙ মাখাতে পারে। বাঙালিদের কাছে দোল আর অবাঙালিদের কাছে হোলি। ভাঙ, গান আর রঙ মেখে মেতে ওঠার অপেক্ষায় সব্বাই। রঙ খেলার জন্য ভেষজ রঙ সবসময়ই ত্বকের জন্য ভালো। কিন্তু বেশিরভাগ সময়ই রঙের মধ্যে মেশানো হয় রাসায়নিক, যা আপনার ত্বক ও চুলের জন্য খুবই ক্ষতিকারক। তাই রঙ খেলার আনন্দে মেতে ওঠার আগে, ত্বক ও চুলের জন্য নিন বিশেষ যত্ন-
১) ২ চামচ আমন্ড অয়েল, ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ১ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল ও ২-৩ ফোঁটা লেবুর রস নিয়ে ভালো করে মেশান। এবার এই মিশ্রণ ভালো করে মাথায় মাখুন।
২) ভুলেও খোলা চুলে থাকবেন না। বিনুনি করে বেঁধে নিন। এতে রঙের রাসায়নিকে স্কাল্পের ক্ষতি কম হয়।
৩) দেহের খোলা অংশে অবশ্যই পুরু করে সানস্ক্রিন লাগিয়ে নিন।
৪) রঙ খেলতে যাওয়ার আগে পুরুষরা দাঁড়িতে মাখুন নারকেল তেল, সরষের তেল বা আমন্ড অয়েল।
৫) রঙ খেলার পর এবার রঙ তোলার পালা। রঙ তোলার জন্য বাডি়তেই বানিয়ে ফেলুন একটা সহজ প্যাক। ২ টেবিল চামচ ময়দা, ১ চামচ হলুদ, ১ চামচ মধুর সঙ্গে দুধ বা দই যোগ করে ভালো করে মিশিয়ে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৬) মুখের জন্য হলুদ যুক্ত কোনও ক্লিনজারও ব্যবহার করতে পারেন।
৭) রঙ তোলার পর অবশ্যই সারা গায়ে ভালো কোনও বডি অয়েল মেখে নিন।
৮) অথবা লাগাতে পারেন মধু ও শিয়া বাটার যুক্ত ময়েশ্চারাইজার।
আরও পড়ুন, এসির আরামে ভয়ানক অসুখ