ডেটিং সাইটের মাধ্যমে ছড়াচ্ছে HIV সংক্রমণ

ডেটিং সাইটের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে HIV সংক্রমণ। সাম্প্রতিক সমীক্ষা বলছে এমনই। মার্কিন মুলুকে সমীক্ষা চালানো হয়েছিল সমকামী ও বাইসেক্সুয়ালদের উপর। সেখানেই দেখা গেছে, প্রায় ৬০ শতাংশের বেশি মানুষের তাঁদের পার্টনারের সঙ্গে আলাপ হয়েছিল অনলাইন ডেটিং সাইটেই।

Updated By: Mar 3, 2016, 05:13 PM IST
ডেটিং সাইটের মাধ্যমে ছড়াচ্ছে HIV সংক্রমণ

ওয়েব ডেস্ক : ডেটিং সাইটের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে HIV সংক্রমণ। সাম্প্রতিক সমীক্ষা বলছে এমনই। মার্কিন মুলুকে সমীক্ষা চালানো হয়েছিল সমকামী ও বাইসেক্সুয়ালদের উপর। সেখানেই দেখা গেছে, প্রায় ৬০ শতাংশের বেশি মানুষের তাঁদের পার্টনারের সঙ্গে আলাপ হয়েছিল অনলাইন ডেটিং সাইটেই।

মানুষের সুস্থতা ও স্বাস্থ্যের দিকটা খেয়াল না রেখেই বিভিন্ন কম্পানি এই ধরনের ডেটিং সাইট ও ডেটিং অ্যাপস আনছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তাঁদের পরামর্শ, ডেটিং সাইট বা অ্যাপস থাকুক, তার পাশাপাশি সেখানে সুস্থ যৌনজীবন সম্পর্কে সচেতনও করা হোক। অনলাইন ডেটিংয়ে কোথায় কোথায় বিপদ লুকিয়ে আছে, সেগুলি সম্বন্ধেও মানুষকে জানাক তারা।

.