Ganesh: জানেন গণেশের একটা দাঁত ভাঙা কেন?

গণেশের বসার ভঙ্গির মধ্যেও নাকি একটা গভীর অর্থ রয়েছে। গণপতি এক পা ভাঁজ করে এবং অন্য পা মাটিতে রেখে বসেন।

Updated By: May 12, 2022, 03:02 PM IST
 Ganesh: জানেন গণেশের একটা দাঁত ভাঙা কেন?

নিজস্ব প্রতিবেদন: তিনি 'সিদ্ধিদাতা', বুদ্ধমত্তার প্রতীক। কিন্তু জানেন কি গণপতির একটা দাঁত ভাঙা কেন?

বলা হয়, শ্রী গণেশের বসার ভঙ্গি এবং প্রতিটি অঙ্গের নাকি এক-একটা অর্থ রয়েছে। কথিত রয়েছে, গণপতির ছোট ছোট চোখ দৃঢ় মনসংযোগের প্রতীক। তাঁর শুঁড় মানুষকে নমনীয় হতে এবং ভুঁড়ি জীবনকে উপভোগ করতে শেখায়। গণেশের বসার ভঙ্গির মধ্যেও নাকি একটা গভীর অর্থ রয়েছে। গণপতি এক পা ভাঁজ করে এবং অন্য পা মাটিতে রেখে বসেন। তাঁর বসার এই ভঙ্গি মানুষকে শেখায়, যতই উন্নতি হক, পা যেন মাটিতেই থাকে। এবার সিদ্ধিদাতার এক দাঁত ভাঙা থাকার কারণ জানান যাক। 

এর পিছনে নাকি, একটি মহাভারতের গল্প জড়িত। পুরাণে বলা হয়েছে, বেদব্যাসের সঙ্গে মহাভারত লিখতে বসে, গণেশের কলম ভেঙে গিয়েছিল। যেহেতু ব্যাসদেব তাঁকে শর্ত দিয়েছিলেন যে, লেখা থামাতে পারবেন না। তাই গণপতি নাকি নিজের একটা দাঁত ভেঙে লেখা চালিয়ে যান।

অন্য আরও একটা গল্পের সঙ্গে ভগবান পরশুরাম জড়িত। বলা হয় ভগবান পুরশুরামের কুঠারের ঘায়ে নাকি গণেশের একটা দাঁত ভেঙে গিয়েছিল।       

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.