PPF Account: বন্ধ হয়ে গিয়েছে আপনার পিপিএফ অ্যাকাউন্ট? আজই করুন এই কাজ না হলেই হবে বড় ক্ষতি

অ্যাকাউন্ট খোলার পরে, যত বছর আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকবে তত বছর আপনাকে প্রতি বছর ৫০০ টাকা হিসেবে জমা দিতে হবে। এছাড়াও, চলতি আর্থিক বছরের জন্য ৫০০ টাকা বা তার বেশি জমা করতে হবে। এছাড়াও যত বছর পেমেন্ট বন্সধ থাকবে তার জন্য আপনাকে প্রতি বছর ৫০ টাকা দিতে হবে।

Updated By: Nov 8, 2023, 06:35 PM IST
PPF Account: বন্ধ হয়ে গিয়েছে আপনার পিপিএফ অ্যাকাউন্ট? আজই করুন এই কাজ না হলেই হবে বড় ক্ষতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিশু বা পরিবারের চাহিদা মেটাতে পিপিএফ একটি ভালো বিনিয়োগের বিকল্প। এই বিনিয়োগ প্রকল্পটি সরকারের অধীনে পরিচালিত হয় এবং বর্তমানে এটি বার্ষিক ৭.১ শতাংশ সুদ দেয়। অর্থ মন্ত্রক প্রতি তিন মাস অন্তর এর সুদ পর্যালোচনা করে। এটিতে বিনিয়োগ করে, আপনি ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর বাঁচাতে পারেন।

অ্যাকাউন্ট খোলার পরে, যত বছর আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকবে তত বছর আপনাকে প্রতি বছর ৫০০ টাকা হিসেবে জমা দিতে হবে। এছাড়াও, চলতি আর্থিক বছরের জন্য ৫০০ টাকা বা তার বেশি জমা করতে হবে। এছাড়াও যত বছর পেমেন্ট বন্সধ থাকবে তার জন্য আপনাকে প্রতি বছর ৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: Kuber: বড়লোক হতে চান? আগে জানুন কীভাবে চোর থেকে সম্পদের দেবতা হলেন কুবের

এটা প্রতি বছর টাকা জমা দিলে ভাল হবে। যদি কোনও কারণে টাকা জমা না হয় তাহলে আপনি টাকা জমা দিয়ে আবার এটি শুরু করতে পারেন। একটি বন্ধ PPF অ্যাকাউন্ট পুনরায় খুলতে, আপনাকে একটি লিখিত আবেদন জমা দিতে হবে।

ন্যূনতম পরিমাণ জমা না হলে, পিপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে আপনি সুদ পাবেন কিন্তু এর অনেক অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধা হল আপনি পিপিএফ অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ নিতে পারবেন না। এটি পুনরায় চালু করার জন্য আপনাকে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন: পাতে চোদ্দো শাক! গুণাগুণ জানলে এমনিই খাবেন...

আপনি যদি বার্ষিক ৫০০ টাকাও জমা করতে না পারেন, তাহলে আপনার PPF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। এটি ছাড়াও, আপনি একটি আর্থিক বছরে এটিতে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন।

পিপিএফ-এ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত বার্ষিক সুদ এবং পরিপক্কতার পরিমাণ উভয়ই করমুক্ত। কিন্তু আপনিও যদি এতে বিনিয়োগ করেন, তাহলে কিছু নিয়ম মেনে চলা আপনার জন্য গুরুত্বপূর্ণ। নিয়ম অনুসারে, আপনাকে প্রতি বছর কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.