Govardhan Puja: কী এই গোবর্ধন পুজো? জেনে নিন দিনটির বিশেষ তাৎপর্য...

Govardhan Puja: শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বললেন, আর ইন্দ্রের পুজোর কোনও প্রয়োজন নেই। তাতে ইন্দ্র রেগে গিয়ে তুমুল বৃষ্টিতে ভাসিয়ে দিলেন ব্রজভূমি। তখন গোবর্ধন পর্বতকে আঙুলে তুলে শ্রীকৃষ্ণ ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসী এবং সেই অঞ্চলের পশুপাখিদের রক্ষা করেছিলেন।

Updated By: Nov 13, 2023, 05:17 PM IST
Govardhan Puja: কী এই গোবর্ধন পুজো? জেনে নিন দিনটির বিশেষ তাৎপর্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচদিন ব্যাপী দেশ জুড়ে দীপাবলি অনুষ্ঠান। তার মধ্যেই রয়েছে গোবর্ধন পুজো। এই গোবর্ধন পুজোরই অন্য নাম অন্নকূট।  

পাঁজি বলে, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা করা হয়। দীপাবলির পরের দিন এই উৎসব পালিত হয়। এ বছর ১২ নভেম্বর, রবিবার ছিল দেওয়ালি। সেই অনুযায়ী, আজ, ১৩ নভেম্বর গোবর্ধন পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে আগামীকাল, ১৪  নভেম্বরও তিথি থাকছে।  

আরও পড়ুন: কবে ভাইফোঁটা? সমস্ত সংশয় নিরসন করে জেনে নিন ঠিক তারিখ ও শুভ মুহূর্ত...

গোবর্ধন পূজা অন্নকূট নামেও পরিচিত। এই দিন মহিলারা তাঁদের বাড়ির আঙিনায় গোবর দিয়ে গোবর্ধন পর্বতের আকৃতি তৈরি করে পূজা করেন। গোবর্ধন পূজার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হয়। তারপর শুভ সময়ে গোবর দিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতের আকৃতি তৈরি করতে হয়। অতঃপর ধূপ-প্রদীপ প্রভৃতি দিয়ে যথাযথ ভাবে পূজা করা রীতি। শ্রীকৃষ্ণকে দুধ দিয়ে স্নান করিয়ে তাঁর পুজো করতে হয়। এরপর শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ দিয়ে অন্নকূট নিবেদন করতে হয়।

কে করেছিলেন এই পুজোর সূচনা?

গোবর্ধন পূজার সূচনা শ্রীকৃষ্ণের হাতে। 

কেন এই পুজোর সূচনা? 

সকলেই জানেন, শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে আঙুলে ধারণ করেছিলেন। আসলে তখন ভারত জুড়ে ইন্দ্রের পুজোর চল ছিল। এদিকে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বললেন, আর ইন্দ্রের পুজোর কোনও প্রয়োজন নেই। তাতে ইন্দ্র রেগে গিয়ে তুমুল বৃষ্টিতে ভাসিয়ে দিলেন ব্রজভূমি। তখন গোবর্ধন পর্বতকে আঙুলে তুলে শ্রীকৃষ্ণ ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসী এবং সেই অঞ্চলের পশুপাখিদের রক্ষা করেছিলেন।

আরও পড়ুন: Cyclones: এই নভেম্বরেও ঘূর্ণিঝড়? কবে আসছে? বিধ্বংসী ক্ষমতা কেমন?

যেহেতু, গোবর্ধন পর্বতই ইন্দ্রের দেওয়া সমস্ত বৃষ্টি ধারণ করে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন, তাই কৃষ্ণ পর্বতকে আঙুলে তুললেও, এদিন গোবর্ধন পর্বতকেই পুজো করা হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.