গুগলও আজ ক্রিকেট জ্বরে কাবু, কুড়ি বিশ্বকাপের ফাইনালের রঙ ডুডলে

টি ২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে গোটা ভারত যখন মত্ত, তখন গুগলও পা পিছে থাকে কেন। নিজের সব ট্র্যাডিশনাল পোশাক ঝেড়ে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন জায়েন্ট আজ একেবারে বাইশ গজের পোশাক পড়ে নিয়েছে। রবিবার সকাল সকাল নেট খুলেই অনেকের মুখ হাঁ... গুগল সার্চ খুলেই দেখা মিলছে মাঝখানে লম্বা ঢেঙা এক ব্যাটসম্যান শট মারছেন, বাঁ দিকে ফিল্ডার বল কোড়াচ্ছে, ডানদিকে বল করছে।

Updated By: Apr 6, 2014, 01:13 PM IST

-----------------------------------------------
টি ২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে গোটা ভারত যখন মত্ত, তখন গুগলও পা পিছে থাকে কেন। নিজের সব ট্র্যাডিশনাল পোশাক ঝেড়ে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন জায়েন্ট আজ একেবারে বাইশ গজের পোশাক পড়ে নিয়েছে। রবিবার সকাল সকাল নেট খুলেই অনেকের মুখ হাঁ... গুগল সার্চ খুলেই দেখা মিলছে মাঝখানে লম্বা ঢেঙা এক ব্যাটসম্যান শট মারছেন, বাঁ দিকে ফিল্ডার বল কোড়াচ্ছে, ডানদিকে বল করছে।

ঢাকায় আজ সন্ধ্যায় হবে ফাইনাল। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। বাকিদের মত গুগলও ম্যাচ দেখতে বসার আগে সেজেগুজে নিল।

বিভিন্ন বিখ্যাত ব্যক্তির বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ যেই লোগো তৈরি করে থাকে, তাকেই গুগল ডুডল বলে। সেই গুগল ডুডলে আজ টি২০ বিশ্বকাপ ফাইনালের রঙে সজ্জিত।

.