বছর শেষে আনন্দের গুগল ডুডলে ডিস্কোর ছোঁয়া
আজ বছরের শেষ দিন। ২০১৩ জুড়ে গুগল তার হোমপেজে একের পর এক অসাধারণ ডুডল উপহার দিয়েছে। তা বচ্ছরান্তের দিনটাই বা কেন বাকি থাকে কেন? আজকের গুগল ডুডল ডিস্কো মুডে। যার মধ্যে 2, 0, 1, 3 সংখ্যাগুলি মনের আনন্দে নাচানাচি করছে। 3 এর পাশেই মিটিমিটি হাসি নিয়ে অপেক্ষা করছে উত্তেজিত 4। বোঝা যাচ্ছে 2013 শেষ হলেই 3-এর জায়গা দখল করবে 4.
আজ বছরের শেষ দিন। ২০১৩ জুড়ে গুগল তার হোমপেজে একের পর এক অসাধারণ ডুডল উপহার দিয়েছে। তা বচ্ছরান্তের দিনটাই বা কেন বাকি থাকে কেন? আজকের গুগল ডুডল ডিস্কো মুডে। যার মধ্যে 2, 0, 1, 3 সংখ্যাগুলি মনের আনন্দে নাচানাচি করছে। 3 এর পাশেই মিটিমিটি হাসি নিয়ে অপেক্ষা করছে উত্তেজিত 4। বোঝা যাচ্ছে 2013 শেষ হলেই 3-এর জায়গা দখল করবে 4.
একটা রংবেরংয়ের ডিস্কো থেকে দু`দিকে দুটো স্পিকার। স্পিকার দুটোর মাঝে রঙিন হরফে লেখা গুগল। যার `O` অক্ষরটি ডিস্কো বলের মত দেখতে। ডিস্কো বলের উপর মাউস নিয়ে গেলেই `Happy New Year!`
সার্চ বারের ঠিক নিচে লেখা ``What did the world search for this year? Remember the moments of 2013`। এই লিঙ্কে ক্লিক করলে পৌঁছে যাওয়া যায় Google Zeitgeist পেজ-এ। যেখানে এবছরের উল্লেখযোগ্য ঘটনাগুলির সঙ্গে এবছর দেশে সবথেকে বিভিন্ন ক্ষেত্রে সবথেকে বেশী কারকার নাম সার্চ করা হয়েছে তার তালিকা পাওয়া যায়।