করোনা আতঙ্কের জেরে শেয়ার বাজারে পতন অব্যাহত! আজ সোনার দর কি কমলো, না বাড়ল?

আজ কততে পৌঁছাল সোনার দর? আসুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় রের সোনার দর...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 16, 2020, 12:55 PM IST
করোনা আতঙ্কের জেরে শেয়ার বাজারে পতন অব্যাহত! আজ সোনার দর কি কমলো, না বাড়ল?

নিজস্ব প্রতিবেদন: রবিবারের পর সোমবারেও ফের বাড়ল সোনার দাম। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে সোনার দামেও ওঠা নামা চলতেই থাকে। বৃহস্পতি, শক্র ও শনিবারে দাম আংশিক কমলেও রবিবার, সোমবার পর পর দুদিন সামান্য বাড়ল সোনার দর। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় রের সোনার দর...

২২ ক্যারেট সোনার দাম হল:

গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,০৫১ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪,০৫২ টাকা।

গতকাল ৮ গ্রাম সোনার দাম ছিল ৩২ হাজার ৪০৮ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৪১৬ টাকা।

গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪০ হাজার ৫১০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৫২০ টাকা।

গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৪ লক্ষ ৫ হাজার ১০০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম হল:

গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪ হাজার ২৫১ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৫২ টাকা।

গতকাল ৮ গ্রাম সোনার দাম ছিল ৩৪ হাজার ৮ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৬ টাকা।

গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪২ হাজার ৫১০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৫২০ টাকা।

গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৪ লক্ষ ২৫ হাজার ১০০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ২০০ টাকা।

.