Vibhuvan Sankashti Chaturthi 2023: ব্যবসা ও কেরিয়ারে উন্নতি চান, আজকের শুভ যোগে সিদ্ধিদাতে পুজো করুন এই নিয়মে

Vibhuvan Sankashti Chaturthi 2023: ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের শুভ দিনে  গণেশ স্তোত্র পাঠ করা উচিত। এটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং আপনার কেরিয়ারে উন্নতি হয়।

Updated By: Aug 4, 2023, 04:19 PM IST
Vibhuvan Sankashti Chaturthi 2023: ব্যবসা ও কেরিয়ারে উন্নতি চান, আজকের শুভ যোগে সিদ্ধিদাতে পুজো করুন এই নিয়মে
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু পঞ্জিকা মতে বুধবারে গণেশ পুজো করলে জীবনে উন্নতির জোয়ার আসে। তবে শুক্রবার অর্থাৎ আজ বিশেষ যোগ রয়েছে গণেশ পুজোর। জ্যোতিষশাস্ত্র মতে আজকের দিনে সিদ্ধিদাতাকে আরাধনা করলে ব্যবসায় ও কেরিয়ারে উন্নতি হতে পারে আপনার। এই দিন উপোস করেও পুজো করতে পারেন। 

আরও পড়ুন, Budh Gochar 2023: সদয় লক্ষ্মী, এই রাজযোগ দেবে অঢেল সম্পদ, নোটের বৃষ্টি হবে অবিরাম!

কোন কোন উপায় পালন করবেন?

ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের শুভ দিনে  গণেশ স্তোত্র পাঠ করা উচিত। এটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং আপনার কেরিয়ারে উন্নতি হয়। গণেশকে শমী পাতা নিবেদন করতে পারেন। পুজোর সময় দূর্বা ঘাসের সঙ্গে গণেশজিকে নিবেদন করা উচিত এই পাতা। বলা হয়ে থাকে,  এটি করলে গণেশজি খুব দ্রুত খুশি হন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন।

এই দিনে সবুজ মুগ ডাল খেলে উপকার পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার কোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী হয় এর ফলে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পুজোয় গণেশকে মোদক অর্পণ করতে ভুলবেন না। এতে বুধ গ্রহ সংক্রান্ত ত্রুটি দূর হয়। শাস্ত্রমতে হলুদ রঙ গণেশের খুব প্রিয়। তাই মোদক না পেলেও গণেশকে যেকোনও হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ব্যবসা ও কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা কেটে যেতে পারে। 

যে কোনও পুজোর আগেই পুজো করতে হয় ভগবান গণেশকে। সব দেবতাদের মধ্যে প্রথম উপাসনা করা হয় গণপতিকে। তাঁকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন, Altina Schinasi: জনপ্রিয় Cats Eye চশমার জনক এই মহিলা, ডুডলে শ্রদ্ধানিবেদন Google-এর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.