সিগারেটের নয়া বিকল্প ই-জয়েন্ট, ক্যানসার হওয়ার সম্ভবনা নেই দাবি প্রস্তুতকারকের

`ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকারক` এই সতর্কবাণী কানে সর্বদাই বাজে। কিন্তু যেসব মানুষ কোনও কর্ণপাত না করে সুখটান দেন তাদের জন্য সুখবর। নেদারল্যান্ডসের এক কোম্পানি আবিস্কার করেছে সিগারেটের বিকল্প ইলেকট্রনিক জয়েন্ট। এক কথায় ই-জয়েন্ট (E-Joint)।

Updated By: Jun 23, 2014, 09:04 PM IST

`ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকারক` এই সতর্কবাণী কানে সর্বদাই বাজে। কিন্তু যেসব মানুষ কোনও কর্ণপাত না করে সুখটান দেন তাদের জন্য সুখবর। নেদারল্যান্ডসের এক কোম্পানি আবিস্কার করেছে সিগারেটের বিকল্প ইলেকট্রনিক জয়েন্ট। এক কথায় ই-জয়েন্ট (E-Joint)।

এর আগে আমরা শুনেছি ই-সিগারেটের (electronic cigarette)কথা । অনেকে মনে করতেন তামাক জাতীয় বাস্পীয় ই- সিগারেটটি ক্যানসার হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু বিশেষজ্ঞরা জোর দিয়েও বলতে পারেনি ই-সিগারেট একটি সম্পূর্ণ নির্দোষ বস্তু। তবে এই ডাচ কোম্পানি দাবি করছে, ই-জয়েন্ট কোনওভাবে ক্ষতিকারক নয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আইনত ই-জয়েন্ট পান করা যায়। এরমধ্যে কোনও তামাক বা নিকোটিন নেই। এটি প্রপিলিন গ্লাইকোল, ভেষজ গিলিসারিন এবং একশো শতাংশ জৈব সুগন্ধযুক্ত জলীয় বাস্প মিশ্রণ।

এখনও পর্যন্ত বাজারে তরমুজ, আপেল, চেরি সহ ছয়টি স্বাদের ই-জয়েন্ট পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি ই-জয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ৭১৬ টাকা।

.