MRP মাস্ট! অনলাইনে কেনাকাটায় 'নতুন নিয়ম'

কী সেই নিয়ম? এখন থেকে প্রতিটি পণ্যের সঙ্গে তার সর্বাধিক বিক্রয় মূল্য অর্থাত্ এমআরপি উল্লেখ করে দিতে হবে ই-কমার্স সংস্থাগুলিকে।

Updated By: Jan 2, 2018, 12:51 PM IST
MRP মাস্ট! অনলাইনে কেনাকাটায় 'নতুন নিয়ম'

নিজস্ব প্রতিবেদন:  অভিযোগ জমা পড়ছিল দীর্ঘদিন ধরেই। তাই বছরের শুরুতেই নয়া সংযোজন।  ক্রেতাদের সুবিধার জন্য কেনাকাটা সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনল ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা ইবে-র মতো অনলাইন বিপনন সংস্থা। ১ জানুয়ারি থেকেই এই নিয়ম লাগু হয়েছে।

কী সেই নিয়ম? এখন থেকে প্রতিটি পণ্যের সঙ্গে তার সর্বাধিক বিক্রয় মূল্য অর্থাত্ এমআরপি উল্লেখ করে দিতে হবে ই-কমার্স সংস্থাগুলিকে।

আরও পড়ুন: নতুন বছরের জানুয়ারি মাসে কতগুলো ছুটি পাবেন? জেনে নিন

বছরের অনেক সময়ই এই বিপনন সংস্থাগুলি বিভিন্ন পণ্যের ওপর বিপুল ছাড়ের কথা উল্লেখ করে। এক্ষেত্রে নিজেদের সাইটে ওই পণ্যের ওপর ছাড়ের শতাংশ ও ছাড় দেওয়ার পর কত দাম দিতে হবে ক্রেতাদের, তা উল্লেখ করা থাকে। কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আসল দাম উল্লেখ থাকে না। যা অধিকাংশ ক্রেতারা ধন্দে পড়ে যান। আদৌ কি কোনও পণ্যের ওপর ছাড় দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতারা। অনেক ক্ষেত্রে দাম বাড়িয়ে ছাড় দেওয়ারও অভিযোগ ওঠে।

আরও পড়ুন: কানের লতিতে ১মিনিট লাগিয়ে রাখুন কাপড় মেলার ক্লিপ! পান পারফেক্ট যৌনতৃপ্তি

অভিযোগ জমা পড়ার পর গত বছর ২০১১ সালের প্যাকেজড কমোডিটি রুলসে পরিবর্তন আনে ক্রেতা সুরক্ষা দফতর। এখন থেকে অনলাউ বপনন সংস্থাগুলি প্রত্যেকটি পণ্যের সঙ্গে তার সর্বাধিক বিক্রয় মূল্য অর্থাত্ এমআরপি লিখে দিতে হবে।  নতুন বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে। পণ্যের ওপর এমআরপি উল্লেখ করার জন্য ৬ মাস সময় দেওয়া হয়েছে।  এছাড়াও এবার থেকে প্ণয়ের এক্সপেয়ারি ডেটও উল্লেখ থাকবে।

.