গ্রীষ্মকাল হইতে সাবধান! ফেসবুক বলছে উঠতি পারদের সঙ্গে সমানুপাতে বাড়ে প্রেম ভাঙার সংখ্যা

যদি তুমি ভালবাসার খোঁজ কর, ফেসবুক তাহলে তোমাকে জানাবে কলোরাডো স্প্রিংস ভালবাসার সেরা ঠিকানা। ভ্যালেন্টাইনস ডে-তে ফেসবুক এক অভিনব সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষার ফল স্বরূপ উঠে এসেছে বেশ কিছু মজার মজার তথ্য।

Updated By: Feb 14, 2014, 04:38 PM IST

যদি তুমি ভালবাসার খোঁজ কর, ফেসবুক তাহলে তোমাকে জানাবে কলোরাডো স্প্রিংস ভালবাসার সেরা ঠিকানা। ভ্যালেন্টাইনস ডে-তে ফেসবুক এক অভিনব সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষার ফল স্বরূপ উঠে এসেছে বেশ কিছু মজার মজার তথ্য।

ফেসবুকের ভ্যালেন্টাইন রিসার্চ বলছে আমেরিকার ৫০টি বড় বড় শহরের মধ্যে সানফ্রান্সিকোর লোকজনের প্রেমে পড়ার চান্স সবচাইতে কম। সান ফ্রান্সিকোর এমন একটা শহর যেখানে সিনগল পুরুষের সংখ্যা সিংগল মহিলাদের থেকে অনেক বেশি। অন্যদিকে ম্যামফিসে সিনগল মহিলারা সংখ্যার বিচারে হেলায় হারিয়েছেন সিনগল পুরুষদের।

এই রিসার্চে উঠে এসেছে প্রেমের মাধ্যম হিসাবে যারা ফেসবুককে ব্যবহার করেন অর্থাৎ ফেসবুকেই সে সম্পর্ক গুলো গড়ে ওঠে তার অন্তত অর্ধেক ক্ষেত্রে সেই সম্পর্ক যদি তিনমাস টিকে যায় তাহলে অন্তত চার বছর আয়ু হয় সেই সম্পর্কের।

এই রিপোর্ট অনুযায়ী গ্রীষ্মের প্রখর তাপে প্রেমও বোধহয় পুড়ে যায় বেশি করে। কারণ ফেসবুক বলছে মে থেকে জুলাই-এর মধ্যে ব্রেকআপ হয় সর্বাধিক।

.