কতটা সময় আপনি ফেসবুকে নষ্ট করেন? দেখে নিন টাইম মেশিনে
আগামী সপ্তাহে ১০ বছর পূর্ণ করে এগারোয় পা দিচ্ছে ফেসবুক। ৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে ফেসবুকের জন্ম দিয়েছিলেন মার্ক জুকরবার্গ ও তাঁর বন্ধুরা। এক দশকে ফেসবুকের ইউজার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১.১ বিলিয়ন। তারা পোক, ওয়াল পোস্ট, বাচ্চাদের ছবি, এনগেজমেন্ট ঘোষনা সবকিছুর জন্যই নির্ভর করেন ফেসবুকের ওপর। আর তাতে সময় কেটে যাচ্ছে বেজায়। আপনি কি জানেন এই দশ বছরে ঠিক কতখানি সময় আপনি দিয়েছেন ফেসবুককে?
আগামী সপ্তাহে ১০ বছর পূর্ণ করে এগারোয় পা দিচ্ছে ফেসবুক। ৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে ফেসবুকের জন্ম দিয়েছিলেন মার্ক জুকরবার্গ ও তাঁর বন্ধুরা। এক দশকে ফেসবুকের ইউজার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১.১ বিলিয়ন। তারা পোক, ওয়াল পোস্ট, বাচ্চাদের ছবি, এনগেজমেন্ট ঘোষনা সবকিছুর জন্যই নির্ভর করেন ফেসবুকের ওপর। আর তাতে সময় কেটে যাচ্ছে বেজায়। আপনি কি জানেন এই দশ বছরে ঠিক কতখানি সময় আপনি দিয়েছেন ফেসবুককে?
আপনি কতটা সময় ফেসবুককে দিয়েছেন তা হিসেব করার জন্যই রয়েছে TIME ক্যালকুলেটর। টাইম ম্যাগাজিনের টাইম মেশিনের সাহায্যে খুব সহজেই আপনি সেই সময়ের হিসেব পেতে পারেন এইভাবে-
১. ফেসবুকে লগ ইন করে নিচের উইন্ডোতে NEXT ক্লিক করুন।
২. নতুন খোলা ফেসবুক উইন্ডোতে OK ক্লিক করুন।
৩. আপনার কাটানো সময়ের হিসেব পেতে START ক্লিক করুন।
অবাক হয়ে গেলেন তো নিজের নষ্ট হওয়া সময়ের হিসেব দেখে? ভাবুন তো, এই সময়ে আপনি কত কিছু করতে পারতেন?
কমেন্ট করে আমাদের জানান আপনি কত সময় কাটিয়েছেন ফেসবুকে।