চ্যাট 'রুম' ফিরিয়ে এনে রেট্রো যুগে পৌঁছে দিচ্ছে ফেসবুকের 'টাইমমেশিন'

বৃহস্পতিবার ইউসারদের জন্য নতুন এক অ্যাপ নিয়ে এল ফেসবুক। এবার থেকে নিজের আসল নাম আড়ালে রেখেই ভার্চুয়াল 'রুম' তৈরি চ্যাট করা যাবে।

Updated By: Oct 24, 2014, 04:00 PM IST
চ্যাট 'রুম' ফিরিয়ে এনে রেট্রো যুগে পৌঁছে দিচ্ছে ফেসবুকের 'টাইমমেশিন'

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ইউসারদের জন্য নতুন এক অ্যাপ নিয়ে এল ফেসবুক। এবার থেকে নিজের আসল নাম আড়ালে রেখেই ভার্চুয়াল 'রুম' তৈরি চ্যাট করা যাবে।
   
ফেসবুকে প্রোফাইলে সত্যিকারের পরিচয় দেওয়াটা বাধ্যতামূলক। আর এই নিয়েই বিশ্বের সেরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে বহু ইউসারের অসন্তোষ ছিল। এবার থেকে ফেসবুকের এই নয়া চ্যাট অ্যাপ-এর মাধ্যমে ইউসাররা নিজেদেরকে পছন্দমত নাম দিতে পারবেন। এই চ্যাট অপশন ''রুম''-এ কেউ নিজেকে 'ওয়ান্ডার ওম্যান' বা 'পুন্ডরীকাস্থ পুরকায়স্থ' যে কোনও নামেই পরিচয় দিতে পারবেন। পুরোটাই নির্ভর করবে ইউসারের ইচ্ছার উপর।

এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আই ফোনেই এই অ্যাপ-এর সুবিধা পাওয়া যাবে।

এই ভার্চুয়াল ঘরে টেক্সট-এর সঙ্গে সঙ্গেই ছবি, ভিডিও শেয়ার করা যাবে।

ইন্টারনেটের প্রারম্ভিক যুগে বহু ওয়েবসাইটে এই ধরণের ''রুম''-এর দেখা মিলত। এই চ্যাট রুম গুলিতে কোনও রকম সামাজিক বা ভৌগলিক যোগাযোগ ছাড়াই সমমানসিকতার বহু মানুষ নিজেদের প্রকৃত নাম গোপন রেখেই বন্ধু হতে পারতেন। একসঙ্গে অনেকে চ্যাট করতে পারতেন। ফেসবুকের সৌজন্যে সেই রেট্রো রুম চ্যাট কালচার এবার স্মার্টফোনে আত্মপ্রকাশ করতে চলেছে।

   

 

.