EPFO Pension News: বাড়বে না পেনশন, চিন্তায় কোটি কোটি চাকরিজীবী

কীভাবে গ্রাহকরা তাদের সঞ্চয়পত্র প্রত্যাহার করতে পারেন তার একটি উল্লেখযোগ্য পরিবর্তন সোমবার ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। যারা ৩৪ বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পে অংশ নিয়েছে তাদের আনুপাতিক পেনশনারি সুবিধা দেওয়া হবে। 

Updated By: Nov 4, 2022, 11:17 AM IST
EPFO Pension News: বাড়বে না পেনশন, চিন্তায় কোটি কোটি চাকরিজীবী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি যদি চাকরি করেন এবং আপনার PF অ্যাকাউন্ট থাকে, তাহলে এই খবর আপনার কাজে লাগবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) গ্রাহকদের পেনশন বাড়ানোর প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে। আসলে পিএফ গ্রাহকরা তাদের পেনশন বাড়ানোর দাবি করছন বহুদিন ধরেই। কিন্তু এই বিষয়ে শ্রম মন্ত্রকের প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রক। পিএফ গ্রাহকদের বর্তমান পেনশন প্রতি মাসে এখনকার ১,০০০ টাকা থেকে বাড়ানোর প্রস্তাব দিয়েছিল শ্রম মন্ত্রক। সংসদীয় কমিটি এই বিষয়ে অর্থ মন্ত্রকের কাছে ব্যাখ্যা চাইবে। কিন্তু শ্রম মন্ত্রকের পক্ষ থেকে কত টাকা পেনশনের প্রস্তাব করা হয়েছে তা জানা যায়নি।

শ্রম মন্ত্রক এবং ইপিএফও-এর শীর্ষ আধিকারিকরা বিজেডি সাংসদ ভর্ত্রিহরি মাহতাবের নেতৃত্বে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিকে ইপিএফ পেনশন স্কিমের পরিচালনা এবং এর তহবিল পরিচালনা সম্পর্কে অবহিত করেছেন। কর্মকর্তারা কমিটিকে জানান, মাসিক পেনশন বাড়ানোর জন্য শ্রম মন্ত্রকের প্রস্তাবে অর্থ মন্ত্রক রাজি হয়নি।

কমিটি এখন এই পদক্ষেপের বিষয়ে জানতে অর্থ মন্ত্রকের কাছে ব্যাখ্যা চাইবে। শীর্ষ কর্মকর্তাদের ডেকে এই ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি তার রিপোর্টে সদস্য, বিধবা, বিধবা পেনশনভোগীদের দেওয়া ন্যূনতম মাসিক পেনশন কমপক্ষে ২,০০০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল।

কীভাবে গ্রাহকরা তাদের সঞ্চয়পত্র প্রত্যাহার করতে পারেন তার একটি উল্লেখযোগ্য পরিবর্তন সোমবার ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। EPFO-র নেওয়া একটি সিদ্ধান্তের মাধ্যমে কর্মচারীদের পেনশন স্কিম ১৯৯৫ (EPS-95) সঞ্চয়কারীরা এখন ছয় মাসেরও কম পরিষেবা বাকি থাকা অবস্থায় প্রত্যাহার করতে পারবেন।

আরও পড়ুন: World Vegan Day 2022: আজ ওয়ার্ল্ড ভেগান ডে! ভারতের টপ সেলেব্রিটিদের কারা ভেগান, জানেন?

একজন কর্মচারীর ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্টে জমা হওয়া শুধুমাত্র সেই EPFO ​​সদস্যদেরা প্রত্যাহার করতে পারবন যাদের ছয় মাসেরও কম সময় পরিষেবা বাকি আছে।

বোর্ড আরও পরামর্শ দিয়েছে যে অংশগ্রহণকারীদের মধ্যে যারা ৩৪ বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পে অংশ নিয়েছে তাদের আনুপাতিক পেনশনারি সুবিধা দেওয়া হবে। এর ফলে যখন রিটায়ারমেন্ট বেনিফিট নির্দিষ্ট করা হবে, তখন অবসরপ্রাপ্তরা আরও বেশি পেনশন পাবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.