ডিমের কার্টুনে আলো

দীপাবলি মানেই আলোর সাজ। নিজের বাড়িও আলো দিয়ে সাজাতে চান সকলেই। এবারের দীপাবলিতে অন্যরকম কিছু করতে নিজেই বানিয়ে নিতে পারেন সুন্দর আলো। ডিমের কার্টুনের মত ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়ে ফেলা যায় সুন্দর আলোর ফুলের মালা।

Updated By: Oct 24, 2013, 09:52 PM IST

দীপাবলি মানেই আলোর সাজ। নিজের বাড়িও আলো দিয়ে সাজাতে চান সকলেই। এবারের দীপাবলিতে অন্যরকম কিছু করতে নিজেই বানিয়ে নিতে পারেন সুন্দর আলো। ডিমের কার্টুনের মত ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়ে ফেলা যায় সুন্দর আলোর ফুলের মালা।
কী কী লাগবে
পিচবোর্ডের ডিমের কার্টুন
লাইটের চেন
ফোমের পেন্টব্রাশ
অ্যাক্রাইলিক ক্রাফ্ট পেন্ট
ধারালো ছুরি
কীভাবে বানাবেন
১.ডিমের কার্টুন থেকে ডিমের বাটি গুলো ছুরি দিয়ে আলাদা আলাদা করে কেটে নিন।
২.ছুরি বা কাঁচি দিয়ে প্রতিটা খোপ ছোট ছোট লিলি, পপি ফুলের আকারে ডিজাইন করে কেটে নিন।
৩.ফোমের পেন্টব্রাশ ব্যবহার করে অ্যাক্রাইলিক ক্রাফ্ট পেন্ট দিয়ে ফুলগুলো রং করে শুকোতে দিন।
৪.রং শুকিয়ে গেলে ফুলের নিচের দিকে ছোট ফুটো করে নিন।
৫.প্রতিটা ফুটোর মধ্যে দিয়ে চেনের লাইট পরপর ঢুকিয়ে সাজিয়ে নিন।
৬.লাইটের চেন বাড়ির বারান্দা বা জানলায় লাগিয়ে বিদ্যুত্ সংযোগ করে দিন।

.