Durga Pujo 2022: মহালয়া থেকে দশমী, একনজরে আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘন্ট

দেখে নেওয়া যাক, কোন দিনে পড়েছে কোন তিথি!

Updated By: Oct 15, 2021, 01:20 PM IST
Durga Pujo 2022: মহালয়া থেকে দশমী, একনজরে আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘন্ট
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: মায়ের আজ যাওয়ার পালা। দোলায় কৈলাসে ফিরবে উমা। আবার ফের ১ বছরের অপেক্ষা। ২০২২ অক্টোবর মাসে পুজো। দেখে নেওয়া যাক, কোন দিনে পড়েছে কোন তিথি!

মহালয়া- ২৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে মহালয়া

মহাপঞ্চমী- (৩০ সেপ্টেম্বর ২০২২ পড়েছে পঞ্চমী তিথি।)

মহাষষ্ঠী- (শনিবার ১ অক্টোবর ২০২২পড়েছে ষষ্ঠী তিথি।) পরের বছর মায়ের বোধন, আমন্ত্রণ, চক্ষুদানের দিন পড়েছে ১ অক্টোবর। অর্থাৎ মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার।

মহাসপ্তমী- (রবিবার ২ অক্টোবর ২০২২ পড়েছে সপ্তমী তিথি।) ২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২অক্টোবর। একই দিনে রয়েছে গান্ধীজয়ন্তী।

আরও পড়ুন, #উৎসব: জলে না ভাসিয়েই প্রতিমা নিরঞ্জন! প্রথমবার কলকাতার ঘাটে বিশেষ ব্যবস্থা কর্পোরেশনের

মহাঅষ্টমী- (সোমবার ৩ অক্টোবর ২০২২ পড়েছে অষ্টমী তিথি।) আগামী বছর অষ্টমী পড়েছে সোমবার। অর্থাৎ দুর্গাপুজোর পর পর দিনে যে দিনটিকে বাঙালি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেই অষ্টমীর দিনটিই হল ৩ অক্টোবর।

মহানবমী- (মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২ পড়েছে সপ্তমী তিথি।) 

মহাদশমী- (বুধবার ৫ অক্টোবর ২০২২ পড়েছে দশমী তিথি।) বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর। সেদিন বুধবার। মায়ের গমন সেদিনই হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.