Durga Puja 2022: ঘাস || কবিতা ||
অনির্বান বিশ্বাস
Updated By: Sep 30, 2022, 05:45 PM IST
ঘাস
অনির্বান বিশ্বাস
আলতো সবুজ রং তোমার শরীর ছুঁয়ে যায়
আমি বসে রই শুকনো দেয়ালে পিঠ ঠেকিয়ে;
পদতলে জমা রয়েছে একরাশ ভেজা ঘাস
সেই ঘাসের সবুজ তোমায় ছুঁয়ে যায়।
কিছু কবিতা ভালোলাগায়
যে কবিতায় - বেদনা, যন্ত্রনা নেই;
কে হায় কবিতা পড়ে চোখ ভেজাতে চায়।
তোমার শরীরে আষ্টে ঘাসের গন্ধ -
আমার ঘ্রান শক্তি দুর্বল করে ক্রমশ;
আমি জানতামও না,
আমাদের শেষ পথচলায় সাক্ষী হবে অজ্ঞাত কেউ।
বিকেলে, রোদের মাঠে সব ঘাস সবুজ
সেই সবুজ তোমার শরীর জুড়ে;
হাল্কা হাওয়ায় খুলে যাওয়া তোমার খোঁপার বাঁধনে
শুধুই সবুজ ভেজা ঘাস লেগেছিলো।
আজও মাঝে-মধ্য,
মাঝ-রাত্রে ঘুম ভেঙে গেলে আমি তোমায় খুঁজতে যাই;
সবুজ হয়ে ভোর হয় যেখানে -
ঘাসেদের দল।
Tags: