Durga Puja 2022: ভৈরবী || কবিতা ||
তন্ময় ভট্টাচার্য
Updated By: Sep 29, 2022, 06:20 PM IST
ভৈরবী
তন্ময় ভট্টাচার্য
ছটফট করে মরি, সারা গায়ে ফোস্কা পড়ে যায়
ঠোঁটের দুপাশে গ্যাঁজলা, ঠিকরে বেরোচ্ছে চোখমুখ
এ-ই হয় বারবার, কত বদ্যি কত ওঝা এল
ব্যর্থ ফিরে যায় সব, নিষ্কৃতি দাও না কোনোদিনই
এভাবে জীবন যাবে? অন্যদিকে তাকাব না আর?
এমনই শাসনে রাখো, সামান্য স্খলন হলে প্রাণ
আগাম শিউরে ওঠে— এই বুঝি পাঞ্জা গেঁথে দাও
মুমূর্ষু আমাকে শুঁকে হুংকার ছড়াও দিগ্বিদিক
কেই-বা ঘেঁষবে, ভয়ে দূরে থাকে সামান্য মানুষ
কাক-পক্ষী আসা বন্ধ, ছায়া দিতে ডরায় উঠোন
কীসব বিড়বিড় করো, মুঠো করে কপালে মাখাও
দেখি অন্ধ হয়ে গেছি, ক্ষীণ রশ্মি উঠেছে জটায়—
সারা গা ফোস্কা নিয়ে, ব্যথা নিয়ে, মরা ইচ্ছে নিয়ে
বসে থাকি, অতএব, তোমাকে ভেঙাই মনে-মনে
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
Tags: