গরমকে দূরে রাখুন: ডাব মালাই শরবত

গরমে শরীর ঠান্ডা রাখতে চা, কফি ছেড়ে মন দিন ডাবের জলে।

Updated By: Apr 22, 2014, 03:33 PM IST

গরমে শরীর ঠান্ডা রাখতে চা, কফি ছেড়ে মন দিন ডাবের জলে।

কী কী লাগবে

ডাবের জল- ২ কাপ
ডাবের সাঁস
লেবুর রস- ১ চা চামচ
তুলসী পাতা- ১ চা চামচ
পুদিনা পাতা- কয়েকটা
চিনি- পরিমান মতো

কীভাবে বানাবেন

জলে তুলসী পাতা ভিজিয়ে রাখুন। পুদিনা পাতা কুচিয়ে নিন। একটা পাত্রে ডাবের জল, সাঁস, চিনি, পুদিনা ও তুলসী একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা পরিবেশন করুন।

.