কোকোনাট লেমোনেড

গরমে ঠান্ডা খেয়ে সুস্থ থাকুন।

Updated By: Jun 1, 2015, 03:00 PM IST
কোকোনাট লেমোনেড

ওয়েব ডেস্ক: গরমে ঠান্ডা খেয়ে সুস্থ থাকুন।

কী কী লাগবে-

পুদিন পাতা-৬ থেকে ৮টা
চিনি-২ টেবিল চামচ
লেবু-২ টুকরো
লাইম স্লাইস-২টো
বরফ
নারকেলের জল-১ কাপ
নারকেলের দুধ-৩ টেবিল চামচ
লেমন জুস-২ টেবিল চামচ
লাইম জুস-২ টেবিল চামচ
রাম-ইচ্ছা হলে

কীভাবে বানাবেন-

পুদিনা পাতা, লেমন স্লাইস, লাইম স্লাইস, চিনি একসঙ্গে থেঁতো করে নিয়ে একটা লম্বা গ্লাসে ঢালুন। ব্লেন্ডারে বরফ, জল, নারকেলের দুধ, লেমন জুস, লাইম জুস ও রাম একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। গ্লাসে এই মিশ্রণ ঢেলে পুদিনা স্প্রিং ও লাইম স্লাইস দিয়ে পরিবেশন করুন।

 

.