আপনার রুচি ও ব্যক্তিত্ব কেমন! বলে দেবে ব্যাগ

ব্যাগ ব্যবহারে কয়েকটি বিষয় মাথায় রাখলেই কর্মক্ষেত্রে বাড়বে আপনার ব্যক্তিত্ব। 

Updated By: Jan 11, 2020, 05:11 PM IST
আপনার রুচি ও ব্যক্তিত্ব কেমন! বলে দেবে ব্যাগ

নিজস্ব প্রতিবেদন : রুচি ও ব্যক্তিত্ব অনেক কিছুর উপর প্রভাব ফেলে। বিশেষ করে উল্টোদিকের মানুষের মন জয় করতে রুচি ও ব্যক্তিত্বের প্রভাব থাকে। আর তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে রুচি ও ব্যক্তিত্ব প্রকাশের প্রয়োজনীয়তাও অনেক। তবে একেক জনের পছন্দ একেক রকম। আর তার সঙ্গে সঙ্গে  কাজের ধরনও আলাদা। তাই ব্যাগ ব্যবহারে কয়েকটি বিষয় মাথায় রাখলেই কর্মক্ষেত্রে বাড়বে আপনার ব্যক্তিত্ব। জেনে নিন বিষয়গুলি-

ব্য়াগ ব্যবহারের ধরন: পেশার সঙ্গে মানানসই ব্য়াগ ব্যবহার করুন। প্রয়োজনীয়তা অনুসারে ব্য়াগ কিনুন। ল্যাপটপ বহন করা আবশ্যক কিনা কিংবা কোন ধরনের গাড়িতে আপনি যাতায়াত করেন, সেই বুঝে বাছুন ব্য়াগ।

ব্যাগের জন্য বাজেট:
অনেকেই ভুল করে ফেলেন নিয়মিত ব্য়বহারের ব্য়াগ কম দামে কিনে। কিন্তু  নিয়মিত ব্য়বহারের ব্য়াগের বাজেট বেশি রাখা উচিত। তাতে মজবুত ব্য়াগ পাবেন।

শক্ত  স্ট্র্যাপ:
ফ্য়াশনেবল ব্য়াগ ব্য়বহার করতে গিয়ে ভুলবেন না শক্ত স্ট্র্যাপের কথা। মনে রাখবেন ব্য়াগকে কিন্তু ধরে রাখে স্ট্র্যাপ-ই।

ব্য়াগ নির্বাচন: 
ব্যাগ নির্বাচনে আস্থা থাকুক সাধারণ ও ক্লাসিক ব্য়াগে।

যতই  ফ্য়াশানেবেল ব্য়াগ ব্য়বহার করুন না কেন সঙ্গে থাকুক অন্তত একটি ছোট ব্য়াগ। তাতে আপনার দরকারি জিনিসও রাখতে পারবেন আবারর বড় ব্য়াগও থাকবে ছিমছাম।

Tags:
.