দেশের আম আদমিদের জন্য সস্তার স্মার্ট ফোন বাজারে আনল বিএসএনএল

সরকার চালিত ভারত সঞ্চার নিগম (বিএসএনএল) বাজারে নিয়ে এল ইন্টারনেট সহায়ক ফোন। মূল্য মাত্র ১,৭৯৯ টাকা। এর সঙ্গেই প্যান্টেল টেকনোলজির সঙ্গে যৌথ ভাবে আনল দুটি স্মার্ট মোবাইল ফোনও।

Updated By: Nov 30, 2013, 04:55 PM IST

সরকার চালিত ভারত সঞ্চার নিগম (বিএসএনএল) বাজারে নিয়ে এল ইন্টারনেট সহায়ক ফোন। মূল্য মাত্র ১,৭৯৯ টাকা। এর সঙ্গেই প্যান্টেল টেকনোলজির সঙ্গে যৌথ ভাবে আনল দুটি স্মার্ট মোবাইল ফোনও।

বিএসএনএল-এর এক গুচ্ছ স্বল্প মূল্যের ট্র্যারিফ ভাউচারের সঙ্গে পাওয়া যাবে এই ফোন গুলো।

বিএসএনএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টের আরকে উপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দেশের ``আম আদমি``-দের হাতে স্মার্ট ফোন তুলে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

এই তিনটি ফোনের মধ্যে সর্বাধিক স্বল্প মূল্যের ফোনটির নাম পেন্টা ভারত। দাম ১,৭০০ টাকা। তিন ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে সহ এই ফোনে পাওয়া যাবে এক সঙ্গে দুটি সিম ব্যবহার করার সুবিধা। এর সঙ্গে বিএসএনএল দিছে ১,২০০ মিনিটের ফ্রি টক টাইম।

বিএসএনএল ও পেন্টাল টেকনোলজির পক্ষ থেকে যৌথভাবে জানানো হয়েছে ``এত স্বল্প মূল্যে এটাই ভারতের প্রথম ইন্টারনেট সুবিধা যুক্ত রেডি ফোন। সাধারণ মানুষের সুবিধার্থেই এই ফোন বাজারে নিয়ে আসা হল।``

অপর দুটি স্মার্ট ফোনের মধ্যে যেটির দাম ৭,৯৯৯ টাকা তার নাম পেন্টা স্মার্ট পিএস৬৫০। স্লিক ডিজাইনের এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিস প্লে। এতে থাকছে ডুয়াল কোর প্রসেসর। ৩০০ মিনিট ফ্রি টক টাইমের সঙ্গে বিএসএনএল এই স্মার্ট ফোনের সঙ্গে দিচ্ছে থ্রি জি ৩জিবি ইন্টারনেট পরিষেবা।

অপর স্মার্ট ফোনটির নাম পেন্টা স্মার্ট পি৫০১। দাম ৬,৯৯৯ টাকা। পাঁচ ইঞ্চি ডিসপ্লে সহ এই ফোনটিতে বিএসএনএল দিচ্ছে ৩জিবি থ্রিজি ইন্টারনেট পরিষেবা।

.