হোম স্টের প্রেমে মজেছে বাঙালি, বদলাচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনও

হোম স্টের  প্রেমে বদলাচ্ছে বাঙালির ট্রাভেল ডেস্টিনেশনও। পাহাড় বলতে এখন আর কেবল দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং নয়। পাহাড়ে হোম স্টের সংখ্যা কম করেও  প্রায় আড়াইশো।  চেনা বেড়ানোর ছকে বাঁধা জার্নি ছেড়ে ভ্রমণপ্রেমিদের কাছে  নতুন আকর্ষণ এখন অচেনা,অজানা পাহাড়ি গ্রাম কিম্বা ডুয়ার্সের জঙ্গল।

Updated By: Jun 25, 2015, 07:56 PM IST
হোম স্টের প্রেমে মজেছে বাঙালি, বদলাচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনও

ব্যুরো: হোম স্টের  প্রেমে বদলাচ্ছে বাঙালির ট্রাভেল ডেস্টিনেশনও। পাহাড় বলতে এখন আর কেবল দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং নয়। পাহাড়ে হোম স্টের সংখ্যা কম করেও  প্রায় আড়াইশো।  চেনা বেড়ানোর ছকে বাঁধা জার্নি ছেড়ে ভ্রমণপ্রেমিদের কাছে  নতুন আকর্ষণ এখন অচেনা,অজানা পাহাড়ি গ্রাম কিম্বা ডুয়ার্সের জঙ্গল।

পর্যটকদের কাছে  ডুয়ার্স বা পাহাড়ের হাতছানি বহু পুরনো। বার বার দেখেও যেন সাধ মেটে না। পাহাড় বললেই আগে যেমন দার্জিলিং,কালিম্পং, কার্সিয়াংয়ের মতো দুটো তিনটে নামই ঘুরে ফিরে আসত, এখন আর তা নয়। অ্যাডভেঞ্চার প্রেমি খুঁজে নিয়েছেন আরও নতুন জায়গা। বেড়ানোর ধরনও বদলেছে। ছকে বাঁধা হোটল বুক করে বেড়ানো এখন অনেকেরই না পসন্দ। ছকে বাঁধা বেড়ানোর বাইরে প্রকৃতি আর মানুষের সঙ্গে মেশার সেরা উপায় হোম স্টে। ডুয়ার্সে হোম স্টের ব্যবস্থা রয়েছে গরুবাথান, চুখিন, সামসিং,কুমাই, বীরপাড়া।

বক্সার দিকে গেলে আপনি পাচ্ছেন বক্সা ফোর্ট, রায়মাতাং, সাতাশ মাইল। চেনা জায়গার বাইরে এসব অচেনা জায়গার আনন্দ আপনাকে মুগ্ধ করবেই এবার একটু নজর দেওয়া যাক পাহাড়ে। কার্সিয়াংয়ে হোম স্টের ব্যবস্থা রয়েছে লোহাগড়, লাটপাঞ্চার,চিমনি,দাওহিলে।

কালিম্পংয়ে হোম স্টেতে থাকতে পারেন মংপু, সিটং,লামাহাটা,পেডং,আলগারা, ঋষি, সিলারিগাঁও,মুনসুংয়ে।  

দার্জিলিংয়ের চটকপুর,লামাহাটা,তাকদায় রয়েছে দুর্দান্ত হোম স্টের ব্যবস্থা।

নয় নয় কতরে পাহাড়ে হোম স্টের সংখ্যা  প্রায় আড়াইশো।  চেনা বাড়ানোর ছকে বাঁধা জার্নি ছেড়ে ভ্রমণপ্রেমিদের কাছে তাই নতুন আকর্ষণ এখন এই সব অচেনা,অজানা পাহাড়ি গ্রাম কিম্বা ডুয়ার্সের জঙ্গল ঘেরা ছমছমে তাকদা।

.