সোশ্যাল সাইটে এখন একটাই প্রশ্ন, বি বি এম ডাউনলোড করেছিস?

এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্ল্যাকবেরি ফোন থাকলেই ব্যবহার করা যেত ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার(বিবিএম)। মাত্র এক সপ্তাহ আগেই অ্যান্ড্রয়েড, আএওএস ফোনের জন্যও খুলে দেওয়া হয়েছে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার। আর এই এক সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে বিবিএম ইউজারের সংখ্যা ৫৫ মিলিয়ন থেকে পৌঁছে গেছে ৮০ মিলিয়নে। ব্ল্যাকবেরি জানিয়েছে, শুধু প্রথম দিনেই ১০ মিলিয়ন ইউজার ডাউনলোড করেছে বিবিএম।

Updated By: Nov 3, 2013, 07:47 PM IST

এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্ল্যাকবেরি ফোন থাকলেই ব্যবহার করা যেত ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার(বিবিএম)। মাত্র এক সপ্তাহ আগেই অ্যান্ড্রয়েড, আএওএস ফোনের জন্যও খুলে দেওয়া হয়েছে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার। আর এই এক সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে বিবিএম ইউজারের সংখ্যা ৫৫ মিলিয়ন থেকে পৌঁছে গেছে ৮০ মিলিয়নে। ব্ল্যাকবেরি জানিয়েছে, শুধু প্রথম দিনেই ১০ মিলিয়ন ইউজার ডাউনলোড করেছে বিবিএম।
প্রথম সপ্তাহে বিশ্বের ৩৫টি দেশে গুগল প্লে স্টোরে ও ১০৭টি দেশের অ্যাপস্টোরে তালিকায় শীর্ষে ছিল বিবিএম। এখনও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এখনও তালিকায় উপরের দিকেই রয়েছে বিবিএম। ব্ল্যাকবেরির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বকিং জানিয়েছেন, এরপর থেকে আমরা শুধু বিবিএমে সক্রিয় সদস্যদের সংখ্যাই হিসেব রাখব। শুধু ডাউনলোডেড ইউজারদের হিসেব নয়।
আগামী কয়েক মাসের মধ্যে অ্যানড্রয়েড ও আইফোন ইউজারদের জন্য বিবিএম ভিডিও কলিং, বিবিএম ভয়েস কলিং ও নতুন কমিউনিটি বিল্ডিং সার্ভিস বিবিএম চ্যানেলস আনছে ব্ল্যাকবেরি।

.