Bank Holidays: মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক, বাকি দিন হাফ-ডে, দেখুন ছুটির তালিকা

ব্যাঙ্কের কাজ থাকলে হয়রানি হতে পারে

Updated By: May 1, 2021, 02:49 PM IST
Bank Holidays: মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক, বাকি দিন হাফ-ডে, দেখুন ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে ব্যাঙ্কে ভিড় এড়াতে আগেই ব্যাঙ্কের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টো করা হয়েছিল। শুদু আমানত গ্রহণ, টাকা তোলা ও ট্রান্সফার ছাড়া বন্ধ অন্যান্য কাজ। আর এবার রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে ছুটির কারণে ১২ দিন বন্ধ তাকবে ব্যাঙ্ক। বলাই বাহুল্য, ব্যাঙ্কের কাজ থাকলে হয়রানি হতেই পারে। 

ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২১-এর ব্যাঙ্কের ছুটির লিস্ট অফিশিয়াল ওয়েবসাইটে (rbi.org.in) আপলোড করেছে । সেই অনুযায়ী রবিবার, ২য় ও ৪র্থ শনিবার ছাড়াও মে মাসে রমজান ঈদ, অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমার মতো একাধিক বিশেষ দিনে ছুটি রয়েছে। দেখে নিন বিস্তারিত তালিকা।

আরও পড়ুন: এই যোগাসনে মাত্র ২০ মিনিটেই মিলবে টানা ৫ ঘণ্টা ঘুমের সমান সতেজতা!

১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস এর কারণে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ । তাঁর মধ্যে এ রাজ্যও রয়েছে। 
২মে: রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ।
৭ মে: জমুত-উল-বিদ, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
৮ মে: দ্বিতীয় শনিবার থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৯ মে: রবীন্দ্র জয়ন্তী এবং রবিবারের সাপ্তাহিক ছুটি।
১৩ মে: ইদ-উল-ফিতর ৷ এদিন অনেক জায়গাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ মে: ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী, ইদ-উল-ফিতর এবং অক্ষয় তৃতীয়া ৷ কাজেই এদিনেও বন্ধ থাকছে ব্যাঙ্ক। 
১৬ মে: রবিবার
২২ মে: চতুর্থ শনিবার
২৩ মে: রবিবার
২৬ মে: বুদ্ধ পূর্ণিমা থাকায় ফের বন্ধ ব্যাঙ্ক। 
৩০মে : রবিবার

.