Bank Holidays November 2021: দীপাবলির মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

অক্টোবরে ২১ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক

Updated By: Oct 25, 2021, 07:38 PM IST
Bank Holidays November 2021: দীপাবলির মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন: Bank Holidays পুজোর মাসে ২১ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। উৎসবের রেশ থেকে যাচ্ছে নভেম্বরেও (Novermber)। ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজোর মাসেও ১৭ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। গোটা দেশের অন্যত্র তো বটেই, এ রাজ্যেও বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ইতিমধ্যেই নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ব্য়াঙ্কের কাজ মেটানোর আগে অন্তত একবার সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া দরকার।

ব্যাঙ্কের ছুটি রাজ্যগুলি অনুযায়ী ও আঞ্চলিক উৎসব অনুযায়ী আলাদা আলাদা হয়। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়।  'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে ও ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস।

আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে দ্বিগুণ বোনানজা! দেখে নিন ৩ শতাংশ ডিএ এবং বকেয়ার হিসাব

নভেম্বর মাসে ব্যাঙ্কের মোট ১৭ দিনের ছুটির মধ্যে ১১ দিন ব্যাঙ্ক হলিডে। বাকি দিনগুলি সাপ্তাহিক ছুটি। দেখে নেওয়া যাক ছুটির তালিকা। 
কন্নড় রাজ্যৎসব /কুট : ১ নভেম্বর
ভূত/ নরক চতুর্দশী : ৩ নভেম্বর
কালীপুজো / দীপাবলি : ৪ নভেম্বর
দিওয়ালি: ৫ নভেম্বর
ভাইফোঁটা : ৬ নভেম্বর
৭ নভেম্বর: রবিবার
ছটপুজো : ১০ ও ১১ নভেম্বর
ওয়ানগালা উৎসব: ১২ নভেম্বর

আরও পড়ুন: Job Opportunity: TCS, Infosys, Wipro-তে লক্ষাধিক কর্মী নিয়োগ, স্নাতকদের জন্য বড় সুযোগ

১৩ই নভেম্বর: মাসের দ্বিতীয় শনিবার
১৪ই নভেম্বর: রবিবার
গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা: ১৯শে নভেম্বর
২১শে নভেম্বর: রবিবার
কনকদাস জয়ন্তী: ২২শে নভেম্বর 
সেং কুটস্নেম: ২৩শে নভেম্বর
২৭শে নভেম্বর :মাসের চতুর্থ শনিবার
২৮শে নভেম্বর : রবিবার  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.