ONDC Food Delivery: জ্যোমাটো-সুইগির থেকে সস্তা! ওএনডিসি ডেলিভারিতে খাবার অর্ডারে ব্যাপক লাভ ক্রেতাদের
হঠাৎ বাড়িতে অতিথি এসে পড়েছে বা সারাদিনের খাটাখাটনির পর আর রান্না করার শক্তি নেই? বাড়িতে বসেই গরম খাবার পাওয়ার ক্ষেত্রে জ্যোমাটো, সুইগির মতো অনলাইন খাবার ডেলিভারি অ্যাপগুলির উপরেই ভরসা রাখেন সবাই। বাটার চিকেন থেকে শুরু করে কেক, কোল্ড ড্রিংকস যা চাইবেন,তাই পাওয়া যায় এই অনলাইন ডেলিভারি অ্যাপগুলিতে। তবে এবার এই অ্যাপগুলিকে টেক্কা দিতে মার্কেটে এসে ওএনডিসি ফুড ডেলিভারি অ্য়াপ।
![ONDC Food Delivery: জ্যোমাটো-সুইগির থেকে সস্তা! ওএনডিসি ডেলিভারিতে খাবার অর্ডারে ব্যাপক লাভ ক্রেতাদের ONDC Food Delivery: জ্যোমাটো-সুইগির থেকে সস্তা! ওএনডিসি ডেলিভারিতে খাবার অর্ডারে ব্যাপক লাভ ক্রেতাদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/08/419670-oncd-food-delivery-app.jpg)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতে সুইগি, জ়োম্যাটোর মতো খাবার ডেলিভারি সংস্থার জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে। মধ্যরাত হোক কিংবা ভরদুপুর, যে কোনও সময় খাবার পৌঁছে দিতে পারে ফুড ডেলিভারি সংস্থা। ইতিমধ্য়ে, একাধিক ক্রেতারা জ্যোমাটো, সুইগিতে খাবারের অর্ডারের সঙ্গে ওএনডিসি অ্যাপে খাবারের অর্ডারে দামের ফারাক তুলে স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, জ্যোমাটো বা সুইগিতে যে খাবার অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ মিলিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হচ্ছে, সেই খাবারই ওএনডিসির মাধ্য়মে একই রেস্তোরাঁ থেকে অর্ডার করলে ১০০ থেকে ২০০ টাকা সাশ্রয় হচ্ছে।
আরও পড়ুন: Mangal Gochar 2023: ১০ মে উন্নতির পথ খুলবে মঙ্গল! ৪ রাশির জীবনে হতে চলেছে প্রচুর অর্থ লাভ
সম্প্রতিই একাধিক ক্রেতারা অভিযোগ করেন, জ্যোমাটোই হোক বা তার প্রতিদ্বন্দ্বী সুইগি, দুই অনলাইন ফুড ডেলিভারি অ্য়াপ অতিরিক্ত পরিমাণ দাম নিচ্ছে খাবার ডেলিভারির জন্য। তবে, এবার জ্যোমাটো-সুইগিকে টেক্কা দিতে মার্কেটে হাজির হল ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ওএনডিসি নামে ফুড ডেলিভারি অ্য়াপ। এখানে ক্রেতারা সরাসরি নিজেদের পছন্দমতো রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবার অর্ডার দিতে পারবেন। কেন্দ্রীয় সরকার এই অ্যাপটি লঞ্চ করেছেন। দেশে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে এই ফুড ডেলিভারি অ্য়াপটির।
দেশে একাধিক রেস্তরাঁ থাকলেও খাবার পৌঁছে দেওয়ার জন্য সকলের নিজস্ব ব্যবস্থা থাকে না। তাই সুইগি বা জ়োম্যাটোর মতো খাবার ডেলিভারি সংস্থাগুলির সাহায্য নিতে হয়। এই সুবিধা পেতে গেলে খাবারের দামের তুলনায় অতিরিক্ত টাকা খরচ করতে হয়। যার ফলে খাবারের আসল দামের সঙ্গে অনলাইন অ্যাপের মাধ্যমে আনা খাবারের দাম অনেকটাই বেশি হয়। যা বহু ক্রেতাদের সমস্যাতেও পরতে হয়। কিন্তু এই ওএনডিসি অ্যাপের মাধ্যমে খাবার আনাতে স্বাভাবিক ভাবেই সেই পরিমাণ টাকা দিতে হয় না। ফলে খাবারের আসল দাম, ডেলিভারি চার্জ এবং ট্যাক্স সব মিলিয়ে মোট দামের সঙ্গে অনেকটাই ফারাক নজরে পড়ছে ক্রেতাদের।
আরও পড়ুন: Week 7 | Daily Cartoon | সোমান্তরাল | ছিন্ন পাতার সাজাই তরণী, 'ফুচকা খা' করি খেলা...
তবে, এই ওএনডিসি অ্যাপের আরও একটি সুবিধা হল এখানে শুধুমাত্র রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারিই নয়, একইসঙ্গে মুদি সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র, সাজসজ্জা, ইলেকট্রনিক পণ্যও পাওয়া যাবে। অর্থাৎ এক অ্য়াপের মাধ্যমেই আপনি জ্যোমাটো-সুইগির পরিষেবার পাশাপাশি ব্লিনকিট ও জ়েপ্টো অ্যাপেরও পরিষেবা পাবেন। প্রায় ৩৫ হাজারেরও বেশি বিক্রেতা এই অ্যাপে পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। এই অ্যাপেটি প্লে স্টোরে গিয়ে খুঁজে পাওয়া যাবে না। পেটিএমের মাধ্যমে এই অ্যাপ থেকে অনলাইনে অর্ডার করা যাবে।