আই ফোন সিক্সের ইনফোপিডিয়া

বাজারে এল অ্যাপেলের আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস। ভুলে যান ৪ ইঞ্চি স্ক্রিনযুক্ত আইফোন ফাইভের ম্যাজিক এবার আপনার হাতের মুঠোয় নতুন ফ্যাবলেট। আপনার ফোনের 'জানালা' আরও বড়ো হতে চলেছে। আইফোন সিক্স ৪.৭ ইঞ্চি ও সিক্স প্লাস ৫.৫ ইঞ্চি বড় স্ক্রিন রয়েছে অ্যাপেলের এই নতুন ফ্যাবলেটে।

Updated By: Sep 10, 2014, 03:26 PM IST
আই ফোন সিক্সের ইনফোপিডিয়া

ওয়েব ডেস্ক: বাজারে এল অ্যাপেলের আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস। ভুলে যান ৪ ইঞ্চি স্ক্রিনযুক্ত আইফোন ফাইভের ম্যাজিক এবার আপনার হাতের মুঠোয় নতুন ফ্যাবলেট। আপনার ফোনের 'জানালা' আরও বড়ো হতে চলেছে। আইফোন সিক্স ৪.৭ ইঞ্চি ও সিক্স প্লাস ৫.৫ ইঞ্চি বড় স্ক্রিন রয়েছে অ্যাপেলের এই নতুন ফ্যাবলেটে।

নতুন কী পাবেন?

***সেক্সি সিক্স- অ্যাপেলের নতুন মডেল 'র‍্যাম্পে হাঁটলে' দেখতে পাবেন আরও বড় স্ক্রিন, আরও সৌখিন এবং আই ফাইভের থেকে আরও অপ্রতুল। আইফোন সিক্সে রয়েছে আয়ন গ্লাস কিন্তু এটা এখনও স্পষ্ট নয় এই ফ্যাবলেট স্ক্র্যাচ-প্রুফ কিনা। রেটিনা এইচডি (Retina HD) রেজল্যুশন রয়েছে। সিক্স ও সিক্স প্লাসের কনট্রাস্ট একই ১৪০০:১ ও ১৩০০:১। তবে স্যামসং প্রোডাক্ট Quad-HD না পেলেও আইফোন সিক্স ডিসপ্লে ও স্ক্রিন অনুযায়ী আপনার পচ্ছন্দের তালিকায় থাকবে।

***আরও দ্রুত: আইফোনের ফাইভের মতো সিক্স ও সিক্স প্লাসে A8 ও 64 bit প্রসেসর আশা করা যাচ্ছে। অ্যাপেল দাবি করছে, A8 চিপে রয়েছে দুই বিলিয়ন ট্রানজিস্টর, সাধারণ কম্পিউটার থেকে ২৫ শতাংশ ও গ্রাফিক্যালি ৫০ শতাংশ গতি পাবেন। আই-সিক্স প্রকাশের আগে ফাঁস হওয়ায় তথ্য অনুযায়ী ২ জিবি র‍্যাম ও কোয়াড কোর প্রসেসর রয়েছে

এক নজরে দেখে নিন কী কী আছে

 

 Feature  Details Compare with iPhone 5
 Screen iPhone 6 -4.7 inch, iPhone 6 Plus- 5.5-inch  iPhone 5- 4-inches
Thickness iPhone 6 Plus is only 7.1 mm thick, iPhone 6 is only 6.9 mm thick  iPhone 5s was 7.6mm thick
Resolution  With Retina HD iPhone 6 Plus has a screen resolution of 1920-by-1080-pixel resolution at 401 ppi, while the iPhone 6 has a 1334-by-750-pixel resolution at 326 ppi iPhone 5s which had lesser pixels but a 326 ppi density
Contrast Both the phones have higher 1400:1 and 1300:1 contrast ratios iPhone 5s  had a 800:1 contrast ratio
Processor  A8 chips & 64-bit processor,
M8 MOTION COPROCESSOR
  64-bit processor
RAM iPhone 6 and iPhone 6 Plus processor is a quad-core and the RAM is 2 GB   iPhone 5s was a dual-core processor with 1 GB RAM
Connectivity   iPhone supports the new phones support “Voice over LTE,” or VoLTE. But for India fans this doesn’t mean anything given that 4G is a distant dream still in Delhi and that 3G connectivity is often unreliable  
Battery iPhone 6 has up to 14 hours Talk Time on 3G while iPhone 6 Plus has up to 24 hours Talk Time on 3G The iPhone 5s had only 10 hours Talk Time on 3G
Camera  ƒ/ 2.2-APERTURE
1.5µ-PIXELS, The iPhone 6 and iPhone 6 Plus camera have f/2.2. iPhone 6 Plus comes with Optical Image Stabilisation. iPhone 6 has digital image stabilisation...All-new sensor supports Focus Pixels and enables even faster autofocus.
iPhone 5 Plus camera have f/2.2
Metal Metal is a new technology where developers can created immersive console-style games on iPhone. It is optimised to allow the CPU and GPU to work together to deliver detailed graphics, according to Apple  
iOS 8 iPhone 6 and 6 Plus will ship with iOS 8 and Apple has introduced lots of interesting features in this version  
Apple Pay iPhone 6 and 6 Plus come with an NFC chip and will support Apple’s new Apple Pay mobile wallet system  
PRICE The contract free version of the iPhone 6 starts at $649 and iPhone 6 Plus starts at $749 (for 16 GB version).  That’s close to Rs 40,000 and Rs 45,000 for the two versions without taxes.  

 

.