Ambassador: ভারতে ফিরছে Ambassador? এবার নজরে ইলেক্ট্রিক গাড়ির বাজার

ক্রমাগত বদলাতে থাকা প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারাও Ambassador-র হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। ২০১৭ সালে Grupe PSA একই সঙ্গে কিনে নেয় Peugot A এবং অ্যাম্বাসাডার ব্র্যান্ড।   

Updated By: May 27, 2022, 12:36 PM IST
Ambassador: ভারতে ফিরছে Ambassador? এবার নজরে ইলেক্ট্রিক গাড়ির বাজার

নিজস্ব প্রতিবেদন: ভারত বিখ্যাত অ্যাম্বাসাডার গাড়ি ফিরতে চলেছে আবার। পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস এর কারখানায় তৈরি এই গাড়ি একসময় দাপটে রাজত্ব করেছে ভারতের বাজারে। 

২০১৪ সালে বন্ধ হয়ে যায় এই গাড়ির উৎপাদন। জানা গেছে আবার উৎপাদন শুরু হতে চলেছে এই গাড়ির। যদিও এবার এই গাড়ি বাজারে আসার সম্ভাবনা ইলেক্ট্রিক গাড়ি হিসেবে। জানা গেছে ইউরোপের একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে আবার উৎপাদন শুরু করতে চলেছে হিন্দুস্তান মোটরস।

আগামী তিন মাসের মধ্যে দুই সংস্থার অংশিদারিত্বের বিষয়টি সম্পূর্ণ হবে বলে জানা গেছে। শুরুতে দুটি ইলেক্ট্রিক মোটরসাইকেল তৈরি করা হবে এবং এই অংশিদারিত্ব ৫১:৪৯ অনুপাতে হবে। যদিও এই নতুন মডেল তৈরি হবে হিন্দুস্তান মোটরসের চেন্নাইয়ের কারখানায়। এই কারখানা HMFCI-এর হাতে রয়েছে এবং CK Birla গ্রুপের অংশ এইচএমএফসিআই (HMFCI)। 

চেন্নাইয়ের এই কারখানায় মিৎসুবিশির গাড়ি তৈরি করা হত এবং পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার কারখানায় তৈরি হত অ্যাম্বাসাডার। ২০১৪ সালে শেষ অ্যাম্বাসাডার তৈরি হওয়ার পরে ব্র্যান্ডটি বিক্রি হয়ে যায়। 

আরও পড়ুন: ছবি বা সিরিজের বিষয় পছন্দ না হলে চাকরি ছেড়ে দিন, কর্মীদের জানাল নেটফ্লিক্স

১৯৭০-র দশকে ভারতের গাড়ির বাজারের ৭৫ শতাংশ ছিল হিন্দুস্তান মোটরসের দখলে। অ্যাম্বাসাডার গাড়ির বাজার দখল করার ক্ষমতা কমে যখন মারুতি ৮০০-র মতো কম দামি গাড়ি বাজারে চলে আসে। 

এছাড়াও ক্রমাগত বদলাতে থাকা প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারাও অ্যাম্বাসাডারের হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। ২০১৭ সালে Grupe PSA একই সঙ্গে কিনে নেয় Peugot A এবং অ্যাম্বাসাডার ব্র্যান্ড।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.