ছ'বছর পর ৭ লক্ষ ২০ হাজারতম ক্লিকে তুললেন মনের মতো ছবি!

সাধনা না থাকলে সাফল্য ঝুলিতে আসে না। শুনে অভস্থ্য। কিন্তু কতখানি সাধনা করলে সাফল্য লাভ হতে পারে? তার উত্‍কৃষ্ট প্রমাণ হয়ত এই চিত্রগ্রাহকের কাছ থেকেই মিলবে। তিনি একটি ছবি তোলার জন্য ৬ বছর অপেক্ষা করেছেন। ৭ লক্ষ ২০ হাজার বার ক্লিক করেছেন। কিন্তু একটা মনের মতো ছবি ক্যামেরাবন্দি করতে পারেননি। এখন লাখ টাকার প্রশ্ন ছবিটি কী ছিল?

Updated By: Dec 27, 2015, 05:27 PM IST
ছ'বছর পর ৭ লক্ষ ২০ হাজারতম ক্লিকে তুললেন মনের মতো ছবি!

ওয়েব ডেস্ক: সাধনা না থাকলে সাফল্য ঝুলিতে আসে না। শুনে অভস্থ্য। কিন্তু কতখানি সাধনা করলে সাফল্য লাভ হতে পারে? তার উত্‍কৃষ্ট প্রমাণ হয়ত এই চিত্রগ্রাহকের কাছ থেকেই মিলবে। তিনি একটি ছবি তোলার জন্য ৬ বছর অপেক্ষা করেছেন। ৭ লক্ষ ২০ হাজার বার ক্লিক করেছেন। কিন্তু একটা মনের মতো ছবি ক্যামেরাবন্দি করতে পারেননি। এখন লাখ টাকার প্রশ্ন ছবিটি কী ছিল?

মাছের অপেক্ষায় মাছরাঙা। মাছরাঙার অপেক্ষায় ম্যাকফেডেন। আল্যান ম্যাকফেডেন। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তিনি ছয় বছর ধরে চেষ্টা করে চলেছেন এক স্প্লাশে ধূর্ত মাছরাঙার মাছ পাকড়াওয়ের ছবি। তবে শেষমেশ যে ছবি তুলে স্বতর্স্ফূর্ত হয়েছেন ম্যকফেডেন, সেই ছবিতে মাছরাঙার মাছধরার ভঙ্গিমাই বলে দেয়, হ্যাঁ লক্ষ্য ঠিক থাকলে লক্ষ দূরের জিনিসও একদিন লক্ষীলাভ হয়।
 
দেখে নিন সেই ছবি

.