আপনার আধার কি দশ বছরের পুরনো, তাহলে অবশ্যই পড়ুন

একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে আধার কার্ডের তথ্য আপডেট করার অনুমতি দেয় ইউআইডিএআই। এর মাধ্যমে আধার ব্যবহারকারীরা আধার কার্ডে নিজেদের পারসোনাল আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে পারবেন।

Updated By: Oct 12, 2022, 04:06 PM IST
আপনার আধার কি দশ বছরের পুরনো, তাহলে অবশ্যই পড়ুন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার সংক্রান্ত বিষয়ে বড় ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই। আরও জানিয়েছে যে যারা নিজেদের আধার কার্ড ১০ বছর আগে তৈরি করেছেন তাদেরকে ফের নিজেদের তথ্য আপডেট করতে হবে আধার কার্ডে। তাদের সকলের পরিচয়পত্র এবং ঠিকানার তথ্য আপডেট করতে বলা হয়েছে। ইলেকট্রনিকস এবং আইটি মন্ত্রক জানিয়েছে, ‘গত ১০ বছরে আধার নম্বর সবার পরিচয় হিসেবে উঠে এসেছে। বিভিন্ন সরকারি যোজনার সুফল পেতে আধার নম্বর ব্যবহার করা হয়। এই যোজনার সুবিধা পেতে সকল সাধারণ মানুষকে নিজেদের আধার কার্ডের তথ্য আপডেটেড রাখতে হয় যাতে আধার কার্ড অথেন্টিকেশন অথবা ভেরিফিকেশন করার সময় কোনও সমস্যা না হয়।‘

ইউআইডিএআই-এর তরফে আরও জানানো হয়েছে যে যেসকল ব্যক্তি দশ বছর আগে আধার কার্ড তৈরি করেছেন এবং তারপর থেকে নিজেদের তথ্য আপডেট করেননি তাদেরকে অনুরোধ করা হছে যাতে তাঁরা নিজেদের আধার কার্ড আপডেট করিয়ে নেন।

আরও পড়ুন: Optical Illusion: এই ছবিতে আপনি প্রথম যা দেখবেন, তাতে জানা যাবে আপনার চরিত্র!

একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে আধার কার্ডের তথ্য আপডেট করার অনুমতি দেয় ইউআইডিএআই। এর মাধ্যমে আধার ব্যবহারকারীরা আধার কার্ডে নিজেদের পারসোনাল আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে পারবেন।

এই ব্যবস্থা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই ব্যবহার করা সম্ভব। অনলাইনে মাই আধার পোর্টালের মাধ্যমে এই ব্যবস্থা ব্যবহার করা সম্ভব। এর পাশাপাশি গ্রাহকরা তাদের কাছের আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েও এই কাজ করতে পারেন।         

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.