ফিঙ্গারস আর থাম্বসের পায়ে ৬টি করে বাড়তি আঙুল!

মানুষের হাতে-পায়ে সাধারণত পাঁচটি করে আঙুল থাকে। কখনও অনেকের একটি করে বাড়তি আঙুল দেখা যায়। কিন্তু কখনও শুনেছেন কি পায়ে ৬টি বাড়তি আঙুল! অবাক করা কাণ্ড হলেও এটা সত্যি।

Updated By: Apr 2, 2016, 05:37 PM IST
ফিঙ্গারস আর থাম্বসের পায়ে ৬টি করে বাড়তি আঙুল!
প্রতিকী ছবি

ওয়েব ডেস্ক: মানুষের হাতে-পায়ে সাধারণত পাঁচটি করে আঙুল থাকে। কখনও অনেকের একটি করে বাড়তি আঙুল দেখা যায়। কিন্তু কখনও শুনেছেন কি পায়ে ৬টি বাড়তি আঙুল!

অবাক করা কাণ্ড হলেও এটা সত্যি। ফিঙ্গারস আর থাম্বস, এদের পায়ে ৬টি করে দু'জনের মোট ১২টি বাড়তি আঙুল আছে। তবে ফিঙারস আর থাম্বস মানুষ নয়, দুটি বিড়াল। ১২ সপ্তাহ বয়সের এই বিড়াল দুটির সামনের পা গুলিতে দুটি করে আর পিছনের পা গুলিতে একটি করে বাড়তি আঙুল আছে। এক ধরণের জিনগত সমস্যার জন্যই এই রকম বাড়তি আঙুলের সৃষ্টি হয়। তবে এই বাড়তি আঙুল ফিঙ্গারস আর থাম্বসের কোনও অসুবিধা করে না। পায়ের ওজন আঙুলের জন্য বেশি হয় ঠিকই কিন্তু তাতে বিড়াল দুটির কোনও সমস্যা হয় না। বরং স্বাভাবিক বিড়ালদের মতো স্বচ্ছন্দেই লাফালাফি করে বেড়ায় ফিঙ্গারস আর থাম্বস।

.