আপনিও কী চুল ভেজা রেখেই ঘুমোতে যান? জেনে নিন কী কী সমস্যা হতে পারে

আপনি কি ভেজা চুলেই থাকতেই ভালবাসেন? ভেজা চুলেই ঘুমোতে যান? জানেন কি মারাত্মক ক্ষতি হতে পারে? জেনে নিন...

Edited By: সুদীপ দে | Updated By: Jun 16, 2020, 09:49 PM IST
আপনিও কী চুল ভেজা রেখেই ঘুমোতে যান? জেনে নিন কী কী সমস্যা হতে পারে

নিজস্ব প্রতিবেদন: নারীর অহংকার হল চুল। ঘন, কালো চুল কে না চায়! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বর্তমানে চুল ঝরা মেয়েদের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য অনেকেই বিভিন্ন রকমের প্যাক চুলে ব্যবহার করেন। কিন্তু কোন কিছুতেই লাভ হয় না।

অনেকে আছেন যাঁরা সকালে চুল ধুতে না পেরে রাতে চুল ভেজান। আর চুল ধোয়ার পরেই তাঁরা ভেজা চুলে ঘুমানোর প্রস্তুতি নেন। কিন্তু আপনি কি জানেন রাতে চুল ধোয়ার পর যদি আপনি ভেজা চুলে ঘুমোতে যান তাহলে আপনার চুলের মারাত্মক ক্ষতি হতে পারে! আসুন জেনে যাওয়া যাক ভেজা চুলে ঘুমিয়ে পড়লে কি কি ক্ষতি হতে পারে...

১) ছোটবেলা থেকে সব সময় শুনে এসেছেন রাতে ঘুমানোর সময় ভালো করে চুল বেঁধে শুতে হয়। তাতে চুল মজবুত থাকে এবং চুলে জট পড়ে না। কিন্তু আপনি যদি রাতে ঘুমানোর আগে চুল ধুয়ে ঘুমোতে যান তাহলে চুলে জট পড়ার সম্ভাবনা বেশি থাকে এর ফলে চুল পড়ার সম্ভাবনাও বেশি থাকে।

২) আলো বাতাসহীন স্থানে খুব সহজেই ছত্রাক বংশ বিস্তার করতে পারে। ঠিক সেই রকমই অনেকক্ষণ চুলের গোড়ায় যদি আলো-বাতাস না পৌঁছায়, তাহলে চুলের ত্বক স্যাঁতস্যাঁতে থাকে। তখন খুব সহজেই ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। এমনকি এর সঙ্গে সঙ্গে চুলের ত্বকে খুশকিও জন্ম নেয়। যা চুলের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

৩) বেশি দিন জামা-কাপড় জলে ভিজিয়ে রাখলে যেমন জামা কাপড় দিয়ে একটা বাজে গন্ধ বেরোয়, ঠিক সেই রকমই ভিজে চুল নিয়ে ঘুমিয়ে পড়লেও চুল দিয়ে বাজে গন্ধ বের হয়। প্রাকৃতিক ভাবে ঘুমানোর সময় চুলের ত্বক ঘেমে যায়। আর তার মধ্যে যদি চুলের ত্বক ভেজা থাকে তাহলে ঘাম ও জল মিশে একটি বাজে দুর্গন্ধের সৃষ্টি হয়। যা চুল থেকে পাওয়া যায়।

আরও পড়ুন: এ ভাবেই কী মাথার যেখান-সেখান থেকে চুল ‘গায়েব’ হয়ে যাচ্ছে? জানুন এই বিচিত্র রোগ সম্পর্কে

৪) চুল ভেজা থাকা মানে চুলের গোড়ায় তখনও জল জমে থাকে। আর এই ভেজা চুল নিয়ে ঘুমোতে গেলে ক্ষতি হয় চুলের। কারণ বালিশের সঙ্গে চুলে ঘষা লাগার কারণে নষ্ট হয়ে যায় চুলের কোমলতা। যার ফলে চুল রুক্ষ হয়ে ওঠে।

.