শ্যাম্পু আর ডিটারজেন্ট পাউডার দিয়ে তৈরি হচ্ছে মদ!

গ্রেটার নয়ডার একটি গুদামে এমন মদ মিলেছে প্রায় ২৫ হাজার লিটার!

Updated By: Feb 24, 2019, 01:38 PM IST
শ্যাম্পু আর ডিটারজেন্ট পাউডার দিয়ে তৈরি হচ্ছে মদ!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: অসমে বিষ মদে এখনও পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রায় ৩৫০ জন। এরই মধ্যে দিল্লিতে থেকে আটক করা হয়েছে বিপুল পরিমাণ বিষ মদ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার গ্রেটার নয়ডার একটি গুদাম থেকে প্রায় ২৫ হাজার লিটার বিষ মদ বাজেয়াপ্ত করেছে উত্তর প্রদেশ পুলিশ। জেলা পুলিশ প্রধান বৈভব কৃষ্ণ এ কথা পিটিআই-কে জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, এই মদ তৈরির জন্য যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে, তা খুবই আশ্চর্যের! পরীক্ষা করে দেখা গিয়েছে, মূলত শ্যাম্পু এবং ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে সস্তায় এই মদ তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই মদ তৈরি হয়েছে পঞ্জাবে। সেখান থেকে চোরা পথে বিক্রি হচ্ছে দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে। গ্রেটার নয়ডার এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিনের নেশা! ভয়াবহ বিপদের মুখে তরুণ প্রজন্ম

এর আগেই দিল্লির রঘুবীর নগর এলাকার একটি দোকান থেকে বেআইনী মদ ভরা দু’টি বড় ড্রাম বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, এই এলাকায় মাত্র ৪০ টাকায় বিক্রি হয় এমন এক বোতল মদ। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

.