"দেশের যুব সম্প্রদায়কে শিকড়ের খোঁজ দিতেই Arth, A Culture Fest"

"Arth মানে বাংলা ভাষার কথা। হিপহপ, সালসার মাঝে ছৌ-এর কথা। পিত্জা, বার্গারের ভিড়ে মাছের ঝোল-ভাতের কথা।" 

Updated By: Feb 28, 2021, 01:57 PM IST
"দেশের যুব সম্প্রদায়কে শিকড়ের খোঁজ দিতেই Arth, A Culture Fest"

নিজস্ব প্রতিবেদন : Zee মিডিয়ার উদ্যোগে Arth, A Culture Fest চলতি বছরের তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। শনি, রবি দুদিন ধরে কলকাতায় আয়োজিত সংস্কৃতির শিকড়ের খোঁজে Arth-এর আজ অন্তিম দিন। এদিন বাংলার মানুষ তথা তামাম দেশবাসীর কাছে Zee মিডিয়ার উদ্যোগে আয়োজিত Arth, A Culture Fest-এর তাত্পর্য তুলে ধরলেন ZMCL-এর চিফ এগজিকিউটিভ অফিসার অ্যান্ড এডিটর-ইন-চিফ  Purushottam Vaishnava

তিনি বলেন, "সংস্কৃতির পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ থেকে ৩ বছর আগে Arth-এর সফর শুরু হয়। পবিত্রভূমি বঙ্গভূমি থেকেই শুরু হয়েছিল Arth-এর সফর। Arth মানে ভারতের কথা। ভূমির কথা। এই ধরিত্রীর কথা। নিজের কথা। বাংলা ভাষার কথা। হিপহপ, সালসার মাঝে ছৌ-এর কথা। পিত্জা, বার্গারের ভিড়ে মাছের ঝোল-ভাতের কথা। আর্থ মানে এটাই।" 

Purushottam Vaishnava আরও বলেন, "দেশের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখেই এই সাংস্কৃতিক ফেস্ট শুরু করে Zee। পাশ্চাত্য প্রভাবের মধ্যেই দেশের যুব সম্প্রদায়কে সনাতন ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্যই Arth-এর সফরনামা শুরু। Arth, A Culture Fest সেই লক্ষ্যেই একটা প্রচেষ্টা। দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে তাঁদের শিকড়ের সংযোগ যাতে অবিচ্ছিন্ন থাকে, শিকড় থেকে যাতে তাঁরা বিচ্ছিন্ন হয়ে না যায়, সেই প্রচেষ্টার নাম Arth।" 

তবে এবার পরিস্থিতি আগের দুবছরের মত নয়। করোনার কারণে পরিস্থিতির বদল ঘটেছে। কিন্তু Zee প্রতিশ্রুতিবদ্ধ ভারতের কথা সবার কাছে পৌঁছে দিতে। আর তাই পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভার্চুয়াল মাধ্যমে এই ফেস্টের আয়োজন করা হয়েছে। সবার কাছে IndiaKaArth পৌঁছে দিয়ে চলেছে Zee-এর Arth, A Culture Fest

আরও পড়ুন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নানান জানা-অজানা কথা Arth-এ

Zee Media Initiative: 'রাজনীতির স্বার্থেই গঠনমূলক বিরোধিতা প্রয়োজন', Arth-এ বললেন শমীক

 

.