Zee 24 ghanta Maha Pujo: শহরের সেরা পুজোর স্বীকৃতি পেল কারা?
বোধনের আগেই রাস্তা মানুষেপ ঢল। কলকাতা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন বিচারকরা।
Updated By: Sep 29, 2022, 10:21 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: করোনার বন্দিদশা কাটিয়ে অবশেষে 'পুজো' এল! উৎসবের আনন্দ বাঁধ মানছে না আমবাঙালির। বোধনের আগেই মানুষের ঢল নেমেছে রাস্তায়। চতুর্থীতেই যেন অষ্টমীর ভিড় শহরে! কলকাতায় এবছর সেরা বারোয়ারি পুজো কোনটি? অভিনব থিমেইবা বা নজর কোন পুজো? আর সেরা প্রতিমা? সেরা সাংলাংকারা? বেছে নিল জি ২৪ ঘণ্টা।
জি ২৪ ঘণ্টা মহাপুজো
----------------
সেরা বারোয়ারি প্রথম: ভবানীপুর ৭৫ পল্লি
সেরা বারোয়ারি দ্বিতীয়: হাতিবাগান নবীন পল্লি
সেরা বারোয়ারি তৃতীয়: কাশী বোস লেন
সেরা থিম: টালা প্রত্যয়
সেরা প্রতিমা: চোরবাগান সর্বজনীন
সেরা দেবী সালংকারা: বাদামতলা আষাঢ় সংঘ
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা