দশমীর ভোরে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ২ বন্ধুর
বাইকের গতিবেগ অত্য়ন্ত বেশি ছিল। গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।
নান্টু হাজরা: দশমীর ভোরেই দ্রুতগতির বলি এক বাইক আরোহী । আহত হয়েছেন বাইকে থাকা অপর সওয়ারিও। দুই বন্ধু মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিল। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। তারপরই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্য হয় একজনের। আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের রামমন্দিরে আইল্যান্ডে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিস। পুলিস সূত্রে খবর, মদ্য়প অবস্থায় ছিল দুজনে। সারচি সিগন্যাল থেকে নবাবপুর মোড়ের দিকে যাওয়ার সময় বাইকের গতিবেগ অত্য়ন্ত বেশি ছিল। গতি বেশি থাকায় রামমন্দির আইল্যান্ডের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে পড়ে দুজন।
পথচলতি মানুষরাই তখন ইকোপার্ক থানায় গিয়ে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিস। পুলিস এসে হাসপাতালে নিয়ে যায় দুজনকে। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজনকে আহত অবস্থায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়।
পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা