'হিন্দি, হিন্দু, হিন্দুস্থান দিয়ে ভারতবর্ষ হবে না,' মমতার পাশে দাঁড়িয়ে ঘোষণা যোগেন্দ্রর

কোনও একটা ভাষা রাষ্ট্রভাষা হতে পারে না। প্রত্যেকটা ভাষাকে উঠে দাঁড়াতে হবে।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Feb 21, 2020, 07:47 PM IST
'হিন্দি, হিন্দু, হিন্দুস্থান দিয়ে ভারতবর্ষ হবে না,' মমতার পাশে দাঁড়িয়ে ঘোষণা যোগেন্দ্রর

নিজস্ব প্রতিবেদন : তিনিও একজন CAA-NRC বিরোধী মুখ বলে পরিচিত। ভাষাদিবসে দেখা করতে এলেন আরও এক CAA বিরোধী নেত্রীর সঙ্গে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যে প্রতিবাদ আন্দোলন দেশজুড়ে চলছে, তার অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করলেন স্বরাজ অভিযান দলের প্রধান যোগেন্দ্র যাদব। আর যোগেন্দ্র যাদবকে পাশে নিয়ে এদিন আরও একবার তৃণমূল নেত্রী ঐক্যবদ্ধ ভারতের শপথ নেওয়ার কথা বলেন। তিনি বলেন, মা-কে ছিন্নভিন্ন করে হবে না। আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস তখনই ঠিক হবে, যদি 'ইউনাইটেড ইন্ডিয়া' ঠিক থাকে।

আরও পড়ুন, "কাউকে মুখ করে ভোটে নামে না, জেতার পরে নেতা ঠিক করে বিজেপি"

আরও পড়ুন, 'ঘুরপথে নাম কেনা যায় না', মেট্রো নিয়ে মমতার পোস্টারকে কটাক্ষ দিলীপের

এদিন ভাষা আন্দোলনের শহিদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের সময় শিল্পীদের আগে এগিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে পরে ফুল দেন। যোগেন্দ্র যাদবের মতে, শিল্পীদের এভাবেই সম্মান জানানো উচিত। তিনি বলেন, বিজেপি হিন্দি, হিন্দু, হিন্দুস্থান করতে চাইছে। কিন্তু হিন্দি, হিন্দু, হিন্দুস্থান দিয়ে ভারতবর্ষ হবে না। ভারতে অনেক ভাষা। তাই কোনও একটা ভাষা রাষ্ট্রভাষা হতে পারে না। প্রত্যেকটা ভাষাকে উঠে দাঁড়াতে হবে। এদিন CAA বিরোধিতার পাশাপাশি ভারতের ভাষা বৈচিত্র্যের পক্ষে সওয়াল করেন যোগেন্দ্র যাদব।

.